You are currently viewing বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধের দিন, সময়সূচী ও টিকিট মূল্য
সামরিক জাদুঘর

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধের দিন, সময়সূচী ও টিকিট মূল্য

বাংলাদেশের ইতিহাসের অনেকটা অংশ জুড়েই রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী। বাংলাদেশ সামরিক বাহিনীর প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য তৈরি হয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ( Bangabandhu Military Museum ) যেটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। প্রবণ ও নতুন প্রজন্মের অনেকে বাংলাদেশ সামরিক বাহিনীর পকৃত ইতিহাস সম্পর্কে জানতে জাদুঘরটি ভ্রমণ করে থাকে। অনেকে ভ্রমণ করতে যেয়ে অনেক সমস্যা পড়েন যেমন অনেকে বন্ধের দিন চলে যায়, অনেকে টিকেটের মূল্য সম্পর্কে জানে না, অনেকে কীভাবে যেতে হয় জানে না, কোথায় খাওয়া দাওয়া করবে জানেনা। তাদের জন্য আমাদের এই লেখা আমরা আজকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ( Bangabandhu Military Museum ) সাপ্তাহিক বন্ধের দিন, টিকিট মূল্য, কীভাবে যাবেন, কোথায় খাবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাব।

এক নজরে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর

নাম বাংলাঃ বঙ্গবন্ধু সামরিক জাদুঘর

নাম ইংরেজীঃ Bangabandhu Military Museum

প্রতিষ্ঠাকালীন নামঃ বাংলাদেশ সামরিক জাদুঘর

বর্তমান লোকেশনঃ বিজয় স্মরণী, ফার্মগেট, ঢাকা, বাংলাদেশ

প্রতিষ্ঠাকালীন অবস্থানঃ মিরপুর সেনানিবাস

প্রতিষ্ঠাঃ ১৯৮৭

মোট আয়তনঃ ১০ একর

বর্তমান লোকেশনে স্থানান্তরঃ ১৯৯৯

প্রতিষ্ঠার উদ্দেশ্যঃ নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানানো

প্রতিষ্ঠানের ধরনঃ সামরিক

মোট সেকশনঃ ৬

বঙ্গবন্ধু কর্ণারঃ ৬

দায়িত্বেঃ বাংলাদেশ সেনাবাহিনী

ওয়েবসাইটঃ https://bangabandhumilitarymuseum.com/

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের প্রবেশ পথে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৯৯ সালে ঢাকার বিজয় স্মরণী, ফার্মগেট, ঢাকা, বাংলাদেশে ১০ একর জায়গার উপর স্থায়ীভাবে স্থানান্তর করা হয়। প্রথম দিকে সামরিক জাদুঘর সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শনাথীদের কাছে যার ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ জাদুঘরটি আধুনিকীকরণ ও সংস্কারে উদ্যোগ নেয়। আধুনিকীকরণ ও সংস্কারের ফলে এখন জাদুঘরটি ব্যাপক সাড়া ফেলেছে, প্রতিদিন প্রচুর দর্শনাথী এখানে ভিড় করে।

আরো জেনে নিনঃ নভোথিয়েটার বন্ধের দিন ও শো টাইম

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধের দিন, প্রবেশের টিকিট মূল্য ও সময়সূচী

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বন্ধের দিন বুধবার। বুধবার ব্যতিত জাদুঘর খোলা থাকে দর্শনাথীদের জন্য। তাছাড়া বাংলাদেশ সরকার নির্ধারিত জাতীয় বন্ধের দিন গুলোতে জাদুঘর বন্ধ থাকে। আপনারা চেষ্টা করবে এইসব দিনগুলোতে জাদুঘরে না আসার জন্য। আপনাদের সুবিধার জন্য জাদুঘর খোলার দিনগুলোর প্রদর্শনীর সময়, প্রবেশের টিকিট মূল্য দেওয়া হলঃ

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রদর্শনীর সময়

সকালের প্রদর্শনী

বিকেলের প্রদর্শনী

সকাল ১০ টা টু দুপুর ১ টা

বিকেল ৩ টু সন্ধ্যা ৬ টা

নোটঃ বুধবার ও শুক্রবার বাদে

নোটঃ বুধবার সাপ্তাহিক বন্ধ বাদে

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশের টিকিট মূল্য

শিশু ( ৫ বছরের কম )

সাধারণ

সার্কভুক্ত দেশ

বিদেশী

প্রয়োজন নেই

১০০

৩০০

৫০০

বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কী কী রয়েছে?

জাদুঘরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর তথা সামরিক বাহিনীর স্বাধীনতার আগে ও পরের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও মালামাল উপস্থাপন করা হয়েছে। জাদুঘরে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য আলাদা কর্ণার সহ মোট ছয়টি গ্যালারি হয়েছে। প্রতিটি গ্যালারিতে বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের সম্মানে বঙ্গবন্ধু কর্ণার রয়েছে যাতে বঙ্গবন্ধু সম্পর্কে সবাই জানতে পারে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে যা যা রয়েছেঃ

  • আর্ট গ্যালারি
  • এক্সিবিশন গ্যালারি
  • ব্রিফিং রুম
  • মুক্তমঞ্চ
  • সুভেনির শপ
  • থ্রিডি সিনেমা হল
  • ফাস্ট এইড কর্নার
  • লাইব্রেরি
  • মাল্টিপারপাস হল
  • সেমিনার হল
  • ভাস্কর্য
  • আর্কাইভ
  • ঝর্ণা
  • মুর‍্যাল
  • ক্যাফেটেরিয়া
  • উন্মক্ত স্থান

    আরো জানুনঃ জাতীয় জাদুঘর বন্ধের দিন, টিকিট ও সময়

বাংলাদেশ সামরিক জাদুঘর যেভাবে যাবেন

বাংলাদেশ সামরিক জাদুঘর ঢাকার একটি ব্যস্ততম ও জনপ্রিয় জায়গায় অবস্থিত যার ফলে আপনি খুব সহজে আসতে পারবেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত বিজয় স্মরণীতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেটিতে ঢাকার যেকোন জায়গা থেকে যেতে পারবেন খুব সহজে। আপনি যদি গাজিপুর, টংগী, আব্দুল্লাপুর, উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী হয়ে জাদুঘরে আসতে চান তাহলে আপনাকে মোহাম্মদপুরগামী বিকাশ, আলিফ পরিবহন ও ভূইয়া পরিবহনের মাধ্যমে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বাস থেকে নামতে হবে বিজয় স্মরণী। আর আপনি যদি গুলিস্থান, শাহবাগ, ফার্মগেট হয়ে আসতে চান তাহলে বঙ্গবন্ধু পরিবহন, বিআরটিসি বাসে করে বিজয় স্মরণী নামবেন। তাছাড়া আপনি যদি আপনি যদি সাভার, গাবতলি হয়ে আসতে চান তাহলে বৈশাখী পরিবহন দিয়ে আসতে হবে।

আরো জানুনঃ মিরপুর বেনারসি পল্লি বন্ধের দিন

পাকিং ও খাওয়া-দাওয়া

পাসলোনাল গাড়িতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ভিজিট করতে আসলে গাড়ি নিজ উদোগ্যে পাকিং করতে হবে। আপনি জাদুঘর ভেতরে খাবার ব্যবস্থা দেখতে পাবেন কিন্তু সেখানে খাবারের দাম একটু বেশি। আপনি চাইলে জাদুঘরে বাহিরে অনেক ভাল ভাল উন্নত মানের খাবারে দোকান আছে সেখান থেকে খেতে পারবেন। আপনারা অনেক দূর থেকে যারা আসবেন তারা চেষ্টা করবেন পানি ও কিছু খাবার সাথে নিয়ে আসতে বিষেশ করে বাচ্চারা যেসব খাবার খায়।

অনলাইনে টিকিট কাটার উপায়

বাংলাদেশ সামরিক জাদুঘর এর প্রদর্শনীর টিকিট তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে নিতে পারবেন অনলাইনে। 

ওয়েবসাইটঃ https://bangabandhumilitarymuseum.com/