You are currently viewing মিরপুর বেনারসি পল্লী বন্ধের দিন ও কেনাকাটার গাইড
মিরপুর বেনারসি পল্লী

মিরপুর বেনারসি পল্লী বন্ধের দিন ও কেনাকাটার গাইড

মিরপুর বেনারসি পল্লীর ইতিহাস

শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে মিরপুর বেনারসি পল্লী। দেশের ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লীর শুরুটা হয়েছিল ১৯০৫ সালে। হিসেব করলে যেটির বয়স ১০০ বছরের উপরে। ঐতিহ্যবাহী বেনারসি পল্লীতে জামদানি, কাতান, টাঙ্গাইল তাঁতের শাড়ি,জর্জেট শাড়ি, হাফ সিল্ক শাড়ি, রাজশাহী সিল্ক,ঢাকাই মসলিন, ব্রোকেড, ধুপিয়ান ও বেনারসি সহ সকল ধরনের ঐতিহ্যবাহী শাড়ি কেনাবেচা হয়। 

দেশের সেরা এই শাড়ির বাজার এখনও অপ্রতিদ্বন্দ্বীভাবে ব্যবসা করে যাচ্ছে। এক সময় ১৯৯০ সালের আগে গদি ঘরে শাড়ি কেনাবেচা হত। কিন্তু কালের বিবর্তনে গদি ঘর গুলো এখন আধুনিক শাড়ির শোরুমে পরিণত হয়েছে। মিরপুর বেনারসি পল্লীর সুনাম শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয় সুদূর প্রবাসেও এর চাহিদা রয়েছে আকাশচুম্পী। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আমেরিকা, ইংল্যান্ড সহ আরো অনেক দেশে রপ্তানি হয় এই শাড়ি। মিরপুর বেনারসি পল্লীতে প্রায় ১০৫+ দোকান রয়েছে।

আরো জানুনঃ  যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন

কম দামে ভাল শাড়ি

মিরপুর বেনারসি পল্লীতে সব ধরনের ক্রেতাদের জন্য শাড়ি রয়েছে। যেকোন অনুষ্ঠান বা বিশেষ দিনে আপনার পছন্দের মানুষের জন্য শাড়ি কেনার উপযুক্ত স্থান হল মিরপুর বেনারসি পল্লী যেখানে সবধরনের শাড়ি পেয়ে থাকবেন। আপনি চাইলে আপনার প্রিয় মানুষের জন্য আধুনিক ডিজানের শাড়ি অর্ডার করে তৈরি করে নিতে পারবেন। এখানে আপনি আপনার চাহিদা মত শাড়ি পাবেন কম দামে। দামের ক্ষেত্রে এখানে দরদাম করার সুযোগ আছে। তাই কেনাকাটা করার জন্য এক্সপার্ট কাউকে নিয়ে যাওয়াই উত্তম।

আরো জানুনঃ বসুন্ধরা সিটি বন্ধের দিন

মিরপুর বেনারসি পল্লী বন্ধের দিন ও খোলার দিন

মিরপুর বেনারসি পল্লী শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকে। এই দুইদিন বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।

রোববার পূর্ণ ও সোমবার অর্ধ দিবস বন্ধ আরো যেসব এলাকার মার্কেট

এলাকার নাম: তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, কাকলী, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া,আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, ওল্ড ডিওএসএইচ, নাখালপাড়া। 

আরো জানুনঃ ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন 

মিরপুর বেনারসি পল্লী কোথায় অবস্থিত

শাড়ি বাজার বলতে বাংলাদেশীরা যে বাজারটি নাম সবার প্রথমে উচ্চারণ করে সেটি হল মিরপুর বেনারসি পল্লী। বাংলাদেশের শাড়ির ঐতিহ্যবাহী বাজার মিরপুর বেনারসি পল্লী ঢাকার মিরপুরে অবস্থিত। ফার্মগেট থেকে শেরে বাংলা নগর, আগারগাও, কাজিপারা, শেওরাপাড়া হয়ে সোজা মিরপুর ১০ গোল চত্বর যেতে হবে। তারপর আরো কোয়ার্টার কিলো এগোলে মিরপুর অরিজিনাল ১০। এই অরিজিনাল ১০ শেই হাতের ডান দিকে বিখ্যাত মিরপুর বেনারসি পল্লী। মিরপুর বেনারসি পল্লী মেইন রোডের ওপর না, একটু পিছন দিকে ২/৩ টা গলির পরে মূল বাজার অবস্থিত।