You are currently viewing ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন এবং অন্যসব মার্কেট বন্ধের দিন
ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন

ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন এবং অন্যসব মার্কেট বন্ধের দিন

ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন: আমরা কেনাকাটা করার আগে প্রথমেই পরিকল্পনা করি কোন মার্কেট থেকে কেনাকাটা করব। তারপর আমরা প্রস্ততি নিয়ে সেই মার্কেটে গিয়ে পছন্দ মত নিজেদের জিনিসপত্র কিনে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে মার্কেট থেকে কেনাকাটা করব সেই মার্কেটে গিয়ে দেখি তা বন্ধ। তখন দেখা যায় পুড় পরিকল্পনাটাই ভেস্তে যাই। অনেক সময় আমরা না জেনে বন্ধের দিন ও মার্কেটে যায়। তাই আমাদের উচিত সবকিছু আগে থেকে জেনে ও সঠিক তথ্য নিশ্চিত হয়ে মার্কেটে যাওয়া। বাংলাদেশ সরকার ক্যাপিটাল ঢাকাতে যানজট কমাতে ও বিদ্যুতের ব্যবহার কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার ঢাকাতে বন্ধের দিন নির্ধারণ করে সাতটি অঞ্চলে ভাগ করে দেয় দোকানপাট, বিপণিবিতান গুলো।

আরো জানুনঃ বসুন্ধরা সিটি মার্কেট বন্ধের দিন

ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন কবে?

বাংলাদেশ এর সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক শপিং মার্কেট হল ঢাকা নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট এর অবস্থান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা আজিমপুরের উত্তর অংশে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার আগে ১৯৫২ সালে মার্কেট এর নির্মাণ কাজ শুরু হয়ে তা শেষ হয় ১৯৫৪ সালে। বলা হয়ে থাকে ঢাকা নিউ মার্কেট স্থাপনের মাধ্যমে ঢাকার আধুনিকায়নের পথে অগ্রসর হয়েছিল সেই সময়। ৩৫ একর জায়গার উপর নির্মিত এই ত্রিভুজাকৃতির মাকের্টটির ৪৪০ টি দোকান রয়েছে। এই মার্কেটের ভেতরে একটি বিমান মসজিদ নামে খ্যাত একটি মসজিদ রয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন প্রতি মঙ্গলবার পূর্ণ দিবস বন্ধ থাকে। তাছাড়া এই মার্কেটটি প্রতি সপ্তাহে একদিন অর্ধদিবস বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই শপিং মার্কেটটি প্রতি সপ্তাহের বুধবার অর্থদিবস বন্ধ থাকে। তাই আপনাদেরকে এই মার্কেটে আসার আগে সকল কিছু জেনে আসতে হবে। এই দুদিন ছাড়া সপ্তাহের বাকী পাচ দিন মার্কেট খুলা থাকে। এই পাচ দিন আপনি যেকোন সময় এসে আপনার পছন্দমত জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।

ঢাকা নিউ মার্কেট মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ

সকলের কাছে কেনাকাটার জন্য প্রিয় ঢাকা নিউ মার্কেটে বিভিন্ন রাস্তা দিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে পারবেন। আপনি যদি গাবতলী, মিরপুর, আগারগাও, শ্যামলি দিয়ে মার্কেটে আসতে চান তাহলে আপনাকে লালমাটিয়ে, কলাবাগান ও সাইন্সল্যাব হয়ে নিউ মার্কেট আসতে হবে। নারায়নগঞ্জ, সায়দাবাদ, যাত্রাবাড়ি, চিটাগাং রোড গুলিস্তান থেকে মার্কেটে আসতে হলে আপনাকে নীলক্ষেত হয়ে আসতে হবে। তাছাড়া উত্তরা, বনানী, গুলশান, বারিধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, মগবাজার, মালিবাগ থেকে শাহাবাগ হয়ে মার্কেটে যেতে পারবেন।

আপনি যদি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে এই মার্কেটে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে কমলাপুর রেলওয়ে ট্রেশনে । কমলাপুর থেকে খুব সহজেই মার্কেটে যেতে পারবেন বাসে করে। তাছাড়া এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ও তেজগাও রেলওয়ে স্টেশন থেকে মার্কেটে যেতে পারবেন। তবে মার্কেট থেকে সবথেকে কাছে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আসার আগে অবশ্যই ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন  জেনে আসবেন।

আরো জানুনঃ যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন

মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ ঢাকার যেসব এলাকা মার্কেট

২০১০ সালের একটি প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ সরকার ঢাকার বিভিন্ন এরিয়ার মার্কেট গুলোকে আলাদা আলাদা বন্ধের দিন ভাগ করে দেয়। তার জন্য অনেকের জন্যই ভাল হয়েছে সকল কিছু বিবেচনা করে। ঢাকার প্রায় সব লোকই জানে তার এলাকার শপিং মার্কেট গুলো কোন কোন দিন বন্ধ এবং কোন কোন দিন খোলা। কিন্তু ঝামেলা হয় ঢাকায় যারা নতুন আসে এবং যারা ঢাকার এক এলাকা থেকে অন্য এলাকায় কেনাকাটা করতে যায়। তারা অনেকাই জানে না কোন কোন মার্কেট গুলো বন্ধ ও কোন কোন মার্কেট গুলো খোলা। অনেকে অর্ধদিবস বন্ধের দিন সকালে গিয়ে মার্কেট বসে থাকে। তাদের কথা চিন্তা করে আজকে মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ যেসব এলাকা তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের তা অনেক উপকারে আসবে।

মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ যেসব এলাকাঃ

ধানমন্ডি, হোবহানবাগ, শুক্রাবাদ, এলিফেন্ট রোড, কাটাবন, নীলক্ষেত, হাজারীবাগ, লালমাটিয়া, পিলখানা, রায়ের বাজার, জিগাতলা, রাজা বাজার, কাওরান বাজার, মণিপুরি পাড়া, তেজকুনী পাড়া, ফার্মগেট, হাতিরপুল, কাঠাল বাগান, মানিক মিয়া এভিনিউ।

মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ যেসব মার্কেটঃ

ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, সেন্টার, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রিন সুপার মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আযম মার্কেট, এলিফ্যান্ট রোড, গ্লোব শপিং, কিচেন মার্কেটফার্মভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সেজান পয়েন্ট, লায়ন শপিং, নূরজাহান মার্কেট, রাইফেল স্কয়ার, এআরএ শপিং সেন্টার, অরচার্ড, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক, নূর ম্যানশন, বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, মেট্রো শপিং মল, প্লাজা এআর, বদরুদ্দোজা মার্কেট,পয়েন্ট, প্রিন্স প্লাজা,, কাব্যকস সুপার মার্কেট ও ইস্টার্ন প্লাজা শপিং মার্কেট।

আশা করি ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন জানতে পেরেছেন। ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন  ছাড়াও এই দিনে আর কোন মার্কেট বন্ধ থাকে তা জানতে পেরেছেন। ধন্যবাদ

আরো জানুনঃ মিরপুর বেনারসি পল্লী বন্ধের দিন