You are currently viewing সাভার সিটি সেন্টার সাপ্তাহিক বন্ধের দিন ও কেনাকাটার গাইড
সাভার সিটি সেন্টার

সাভার সিটি সেন্টার সাপ্তাহিক বন্ধের দিন ও কেনাকাটার গাইড

সাভারের প্রধান শপিং কমপ্লেক্স সাভার সিটি সেন্টার সাপ্তাহিক বন্ধ শনিবার। সাভার এলাকার জানজট ও ভিবিন্ন বিষয় চিন্ত করে মার্কেট কতৃপর্ক্ষ ও সাভার পৌরসভার সাথে সমণয় করে এই সিদ্ধান্ত নিয়েছে। আপনারার যারা সাভার সিটি সেন্টারের কেনাকাটা করতে আসবেন তারা অবশ্যই প্রতি সপ্তাহের শনিবার না আসার জন্য বলব। শনিবার এই মার্কেটে কেনাকাটা করতে আসলে আপনাকে হতাশ হয়ে ফিরে যেতে হবে। কিন্তু আপনাদের কথা মাথাই রেখে সাভার সিটি সেন্টার কতৃপর্ক্ষ বিভিন্ন উৎসব যেমন ঈদ, পূজাতে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার মার্কেট খোলা রাখে। আপনার বিভিন্ন উৎসব এর সময় প্রতি শনিবারও সাভারের এই জনপ্রিয় মার্কেট খোলা পাবেন।

আরো পড়ূনঃ ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন

সাভার সিটি সেন্টার খোলার সময়

সাভার সিটি সেন্টারে কেনাকাটা করার জন্য যাওয়ার আগে আপনাকে মার্কেট কখন খোলবে এবং কখন বন্ধ হবে তা জানা জরুরী। দেখা গেল আপনি মার্কেট খোলার ২ ঘন্টা আগে গিয়েই মার্কেট এর সামনে বসে আছেন, সেটি আপনার জন্য মোটেও সুখকর নয়। আবার আপনি মনে করলেন মার্কেট বন্ধ হবে ২ ঘন্টা পর এই ভেবে আস্তে আস্তে কেনাকাটা করলেন, তারপর দেখে গেল আপনার কেনাকাটা শেষ হবার আগেই মার্কেট বন্ধ হয়ে গেল। তাই আপনাকে মার্কেট খোলা ও বন্ধের বিষয়টি সবার আগে মাথায় রেখে কেনাকাটা করতে হবে। আপনাদের সুবিধার জন্য সাভার সিটি সেন্টার এর খোলা ও বন্ধের সময় নিচে দেওয়া হলঃ

শুক্রবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত
শনিবারঃ সাপ্তাহিক বন্ধ
রবিবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত
সোমবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত
মঙ্গলবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত
বুধবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত
বৃহস্পতিবারঃ খোলা সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত

আরো পড়ুনঃ বসুন্ধরা সিটি শপিং সেন্টার বন্ধের দিন

প্রশ্ন ও উত্তর

১। সাভার সিটি সেন্টারে কী লিফট আছে?
উত্তরঃ জি, আছে
২। সাভার সিটি সেন্টারে কী ছেলে ও মেয়েদের টয়লেটের ব্যবস্থা আছে?
উত্তরঃ আছে
৩। সাভার সিটি সেন্টারে কী মোবাইল মার্কেট আছেঃ
উত্তরঃ আছে
৪। সাভার সিটি সেন্টারে কী নামাযের ব্যবস্থা আছে?
উত্তরঃ আছে
৫। সাভার সিটি সেন্টারে কী সিনেপ্লেক্স আছে?
উত্তরঃ নাই

আরো জানুনঃ যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন