সাভার নিউ মার্কেট সাভারের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স যেটি সাভার বাজার বাসস্টন্ডে অবস্থিত। সকল ধরনের সুযোগ সুবিধা সম্বলিত সাভার নিউ মার্কেট আধুনিক স্থাপত্য শিল্প দিয়ে তৈরি যা যেকেও প্রথমবার দেখাতে মুগ্ধ হবে। মার্কেটের ডিজাইন খুবই সুন্দর ও মনোমুগ্ধকর যেটি কেনাকাটার জন্য উপযুক্ত স্থান। দর্শনাথীর জন্য মার্কেটে টয়লেট, নামাযের জায়গা, বসার জায়গা, লিফট সুবিধা রয়েছে। আধুনিক এই মার্কেটটি সম্পর্ণ শীতাতাপ নিয়ন্ত্রীত।
Table of Contents
সাভার নিউ মার্কেট বন্ধের দিন
সাভার নিউ মার্কেট সাপ্তাহিক বন্ধ বুধবার। বুধবার পূর্ণ দিবস মার্কেটের সকল কার্যক্রম বন্ধ থাকে কিন্তু ব্যাংকের কার্যক্রম চালু থাকে। মার্কেটে যেহেতু অনেক দেশীয় বানিজ্যিক শাখা আছে তাই মার্কেট বন্ধের দিনও ব্যাংকের কার্যক্রম চালু থাকে। মার্কেট কতৃপক্ষ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন জাতীয় উৎসব যেমন দুই ঈদ, পূজা, বৈশাখ ইত্যাদির সময় মার্কেট বুধবার খোলা থাকে।
আরো জানুনঃ সাভার সিটি সেন্টার বন্ধের দিন
সাভার নিউ মার্কেট খোলার সময়
সাভার নিউ মার্কেট একটি নির্দিষ্ট সময় খোলা হয় এবং নির্দিষ্ট সময় বন্ধ করা হয়। মার্কেট কতৃপক্ষ চেষ্টা করে তারা তাদের মার্কেটের রুলস মেনে চলে। তাই আপনাকে এই মার্কেট থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই মার্কেট কখন বন্ধ হবে এবং কখন খোলবে তা আগে থেকেই জেনে যাওয়া উচিত। আপনাদের কেনাকাটাকে আরো সহজ করার জন্য সাভার নিউ মার্কেট খোলা ও বন্ধের সময় নিচে উল্লেখ করা হলঃ
> Monday: 10:00-21:00
> Tuesday: 10:00-21:00
> Wednesday: Off Day
> Thursday: 10:00-21:00
> Friday: 10:00-21:00
> Saturday: 10:00-21:00
> Sunday: 10:00-21:00
সাভার নিউ মার্কেটে দেশী বিদেশী বিভিন্ন শো-রুম
সাভারের সবচেয়ে বড় কেনাকাটার মার্কেট সাভার নিউ মার্কেটে রয়েছে দেশের সবচেয়ে চাহিদার দেশী বিদেশী কোম্পানির শো-রুম। মার্কেটে ইজি, জারা, বাটা, এপেক্স, রিচ-ম্যান, ক্যাটস আই, ইয়োলো, আড়ং, সেইলর, গ্রামীণ ইউনিক্লো, এক্সটেসি, লা রিভ, ফ্রিল্যান্ড, ট্রেন্ডজ, রং বাংলাদেশ, দর্জিবাড়ি, অঞ্জনস, কে ক্রাফট ইত্যাদির মত জনপ্রিয় ব্রান্ডের শো-রুম রয়েছে। সাভার বাসীকে আর কেনাকাটার জন্য সাভারের বাহিরে যেতে হবে না। এইসব ফ্যাশন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের শো-রুম গুলোতে বিভিন্ন সময় নানা রকম ছাড় দিয়ে থাকে।
আরো জানুনঃ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধের দিন
সাভার নিউ মার্কেটে শিশুদের জন্য থিম পার্কের টিকেট ও রাইড
সাভার নিউ মার্কেটে রয়েছে শিশুদের জন্য অত্যাধুনিক সুসজ্জিত থিম পার্ক। থিম পার্কটিতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন ফ্লায়িং চেয়ার, লিটল চেয়ার, লিটল হর্স, মুভিং ক্যাসল, বোর্ড, এলসিডি ম্যাক্সটিটি, বাম্পার কার ইত্যাদি। সেখানে গেলে শিশুরা গেলে কখনও বিরক্ত হবে না।
সাভার নিউ মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত থিম পার্কটিতে প্রবেশের মূল্য ৩০ টাকা। প্রবেশ টিকেটের সাথে কোন রাইড ফ্রি থাকে না। আপনাকে রাইডে চড়তে হলে আলাদা টিকিট কাটতে হবে, প্রত্যেকটি রাইডের আলাদা আলাদা টিকেট মূল্য ৩০ টাকা থেকে ২০০ টাকার ভেতরে। আপনাদের বাচ্চাদের বিনোদনের জন্য একবার হলেও এই থিম পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন।
আরো জানুনঃ মিরপুর বেনারসি পল্লী বন্ধের দিন
প্রশ্ন ও উত্তর
১। সাভার নিউ মার্কেট কী শীততাপ নিয়ন্ত্রিত?
উত্তরঃ জি, আছে
২। সাভার নিউ মার্কেট সিনেপ্লেক্স আছে?
উত্তরঃ আছে
৩। সাভার নিউ মার্কেটে কী শিশু জোন আছে?
উত্তরঃ জি, আছে
৪। নিউ মার্কেটে কী বানিজ্যিক ব্যাংক আছে?
৫। উত্তরঃ আছে
৬। মার্কেটে কী পাকিং এর ব্যবস্থা আছে?
উত্তরঃ আছে
৭। মার্কেটে কী গহনার জোন আছে?
উত্তরঃ জি, আছে
৮। মার্কেটে কী বিদেশী ব্র্যান্ডের শো-রুম আছে?
উত্তরঃ জি, আছে
৯। মার্কেটে কী ইবাদতের ব্যবস্থা আছে?
উত্তরঃ জি, আছে
১০। মার্কেটে কী ওয়াস রুমের ব্যবস্থা?
উত্তরঃ জি, আছে