You are currently viewing মৌচাক মার্কেট বন্ধের দিন, কেনাকাটা ও ভ্রমণ গাইড
মৌচাক মার্কেট

মৌচাক মার্কেট বন্ধের দিন, কেনাকাটা ও ভ্রমণ গাইড

কেনাকাটা করতে কার না ভাল লাগে আর সেটি যদি হয় পছন্দের মার্কেট মৌচাক মার্কেট থেকে তাহলে তা হয় আরো আনন্দের। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাচীনতম এবং বিখ্যাত শপিং সেন্টার গুলোর মধ্যে মৌচাক মার্কেট অন্যতম। এই মার্কেট চল্লিশ দশকের দিকে প্রতিষ্ঠিত হলেও তা আধুনিক স্থপত্য শিল্প দিয়ে তৈরি। বিখ্যাত এই মার্কেটি শুধুমাত্র দেখার জন্য অনেক মানুষ ভিবিন্ন জায়গা থেকে আসে।  এই মার্কেটে প্রতিদিন প্রায় ৫ থেকে ৮ হাজার মানুষ কেনাকাটা করতে আসে। এই সংখ্যাটা ভিবিন্ন বড় বড় উসবের আগে দ্বীগুণ হয়ে যায়। 

মৌচাক মার্কেট থেকে সকল ধরনের কেনাকাটা করা যায় যেমন পোশাক, গহনা, বাচ্চাদের জিনিস, মেয়েদের ভিবিন্ন জিনিস, পাইকারি ও খুচরা শাড়ি, থ্রি-পিচ, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট ইত্যাদি। প্রাচীন এই মার্কেটে কেনাকাটা করতে হলে আগে থেকে জেনে যেতে হবে মার্কেট কবে বন্ধ ও খোলা থাকে তানাহলে মার্কেট না করেই ফিরে আসতে হবে। আজকের এই আর্টিকেলে প্রাচীন ও বৃহত্তম মৌচাক মার্কেট কখন খোলা, বন্ধ, অপেনিং টাইম, ক্লোজিং টাইম ও কেনাকাটা সম্পর্কে বিস্তারিত জানব। এই মার্কেট বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য।

আরো জানুনঃ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধের দিন 

মৌচাক মার্কেট কোথায় অবস্থিত

পাঁচতলা বিশিষ্ট মৌচাক মার্কেট ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা মালিবাগে অবস্থিত। ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম স্থানগুলির একটি হল মালিবাগ তাই এই এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। এই এলাকার মানুষ শৌখিন হওয়াতে তারা বিশী কেনাকাটা করতে পছন্দ করে। মার্কেটটিতে যাতায়াতের ব্যবস্থা খুবই উন্নতমানের। মার্কেটের প্রধান ফটকের সামনে দিয়ে রয়েছে হাইওয়ে রাস্তা যেটি দিয়ে বাংলাদেশের যিকোন জায়গায় যাওয়া যাবে খুব সহজে। তাই আপনি কেনাকাটা করে খুব সহজেই আপনার গন্তব্যে যেতে পারবেন খুব সহজে।

আরো জানুনঃ যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন ভ্রমণ গাইড 

মৌচাক মার্কেট বন্ধের দিন

মৌচাক মার্কেট সপ্তাহে এক দিন পূর্ণ দিবস ও একদিন অর্ধদিবস বন্ধ থাকে। তাই যারা কেনাকাটা করতে যাবেন তারা এই দুই দিনের কথা মাথায় রেখে মার্কেট করতে আসবেন। এই দুইদিন মার্কেট বন্ধ রাখা হয় অত্র এলাকার যানজট নিয়ন্ত্রণ রাখার জন্য। এখন জেনে নেওয়া যাক মার্কেট কবে পূর্ণ দিবস ও কবে অর্ধদিবস বন্ধ থাকে।

বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ

মৌচাক মার্কেট বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ থাকে সরকারের নির্দেশে যা এ এলাকার সব মার্কেটের জন্য প্রযোজ্য। এই দুইদিন ব্যতিত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে মার্কেট খোলা থাকে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা সহ অন্যান্য বড় বড় উসব গুলোতে মার্কেট বন্ধের দিনও খোলা থাকে।

আরো জানুনঃ ঢাকা গাউছিয়া মার্কেট বন্ধের দিন 

বৃহস্পতিবার পূর্ণ ও শুক্রবার অর্ধদিবস বন্ধ আরো যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

এলাকার নাম

মার্কেটের নাম

*  শান্তিবাগ * আদাবর * বিজয়নগর * ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা * টেকনিক্যাল * মতিঝিল * মোহাম্মাদপুর * শাজাহানপুর * সেগুনবাগিচা * আসাদগেট * রমনা শিশু পার্ক * শ্যামলী * মিরপুর স্টেডিয়াম * ইস্কাটন * মগবাজার * ফকিরেরপুল * পল্টন * গাবতলী * চিড়িয়াখানা * টিকাটুলি * আরামবাগ * মগবাজার *বেইলি রোড * হাইকোর্ট ভবন এলাকা * সিদ্ধেশ্বরী * মালিবাগের একাংশ * কল্যাণপুর * ইস্কাটন * শান্তিনগর * শহীদবাগ * কাকরাইল

* স্টেডিয়াম মার্কেট-১ * স্টেডিয়াম মার্কেট-২ * শাহ্ আলী সুপার মার্কেট * মাজার কর্পোরেট মার্কেট * জোনাকি সুপার মার্কেট * আজিজ কোওপারেটিভ মার্কেট * বাইতুল মোকারম মার্কেট * মোহাম্মাদপুর টাউন হল মার্কেট * কর্নফুলি গার্ডেন সিটি * বিআড়টিসি মার্কেট * গুলিস্থান কমপ্লেক্স * সাকুরা মার্কেট * কৃষি মার্কেট, আড়ং * আয়েশা শপিং কমপ্লেক্স * মুক্তিযোদ্ধা সুপার মার্কেট * কনকর্ড টুইং টাওয়ার * পীর ইয়ামেনি মার্কেট * মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স * শ্যামলী হল মার্কেট * আনারকলি মার্কেট * গাজী ভবন * খাদ্দার মার্কেট * মিরপুর স্টেডিয়াম মার্কেট * ইস্টার্ন প্লাস, সিটি হার্ট * রমনা ভবন * পল্টন সুপার মার্কেট