You are currently viewing নুসরাত ফারিয়ার জীবনী, ক্যারিয়ার, মডেলিং এবং সিনেমা
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়ার জীবনী, ক্যারিয়ার, মডেলিং এবং সিনেমা

আমরা আজকে কথা বলব চলচ্চিত্র অভিনেত্রী, মডেল এবং রেডিও জকি নুসরাত ফারিয়ার জীবন ও ক্যারিয়ার সম্পর্কে। তিনি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখাবেই বেড়ে ওঠেন। এই ব্লগে, আমরা নুসরাত ফারিয়ার জীবনী, ক্যারিয়ার, মডেলিং এবং সিনেমা সম্পর্কে বিস্তারিত জানব।

এক নজরে নুসরাত ফারিয়া

মূলনামঃ নুসরাত ফারিয়া মাজহার

ডাকনামঃ ফারিয়া

জন্মঃ ৮ সেপ্টেম্বর ১৯৯৩

জন্মস্থানঃ চট্টগ্রাম, বাংলাদেশ

বর্তমান বসবাসঃ ঢাকা, বাংলাদেশ

লিঙ্গঃ নারী

ভাষাঃ বাংলা

ধর্মঃ ইসলাম

জাতীয়তাঃ বাংলাদেশী

পেশাঃ অভিনয়, মডেল, উপস্থাপনা, রেডিও জকি

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক

উচ্চতাঃ ৫ ফুট ৩ ইঞ্চি

চোখের কালারঃ ডার্ক ব্রাউন

চুলের কালারঃ কাল

শরীরের কালারঃ উজ্জ্বল শ্যামলা

আকারঃ ৩২-২৩-৩২

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত

স্বামীঃ রনী রিয়াদ রাশিদ

বাবাঃ মাজহারুল ইসলাম

মাতাঃ ফেরদৌসি বেগম

ভাইঃ ফরিদ ইসলাম

বোনঃ মারিয়া ইসলাম

সিনেমায় অভিষেকঃ ২০১৫

প্রথম চলচ্চিত্রঃ আশিকী

প্রিয় অভিনেতাঃ আরেফিন শুভ

প্রিয় অভিনেত্রীঃ কোয়েল মল্লিক

প্রিয় খেলাঃ লুডু

পুরস্কারঃ মেরিল-প্রথম, টেলি সিনে অ্যাওয়ার্ড

নুসরাত ফারিয়ার প্রাথমিক জীবন

নুসরাত ফারিয়া মাজহার একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ৪ সেপ্টেম্বর ১৯৯৫ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন এবং ইসলাম ধর্ম অনুসরণ করেন। তিনি অভিনেত্রী হওয়ার আগে একজন সেনা অফিসার হওয়ার ইচ্ছে ছিল। তিনি তার ঝলমলে চেহারা এবং সুন্দর হাসির জন্য বিখ্যাত। তিনি ইনস্টাগ্রাম সহ অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয়। তিনি অনেক ওয়েব সিরিজের পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। নুসরাত ফারিয়া মাজহারের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তার শরীরের ওজন প্রায় ৫৬ কেজি। তার শারীরিক পরিমাপ 34-28-34 ইঞ্চি। ফারিয়া বাংলা ইন্ডাস্ট্রিতে তার হটনেসের জন্যও পরিচিত। তিনি সাধারন্ত ভ্রমণ এবং কেনাকাটা করতে পছন্দ করেন। তাছড়া তিনি ফিট থাকার জন্য তিনি নিয়মিত জিমে ব্যায়াম করেন।

আরো জানুনঃ মেহজাবিন চৌধুরীর জীবনী

ফারিয়ার শিক্ষা

তিনি চট্টগ্রামের স্থানীয় বেসরকারি স্কুলে তার স্কুল শিক্ষা শেষ করেন। তিনি ২০১০ সালে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১২ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তারপর এই অভিনেত্রী বাংলাদেশে স্বাধীন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

আরো পড়ুনঃ নায়িকা শাবনূরের জীবনী

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার

নুসরাত ফারিয়া নানা প্রতিভার অধিকারি। নুসরাত ফারিয়া একজন ভালো টেলিভিশন উপস্থাপক, চলচ্চিত্র অভিনেত্রী, রেডিও জকির পাশাপাশি একজন গায়িকা এবং সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। তিনি বিটিভির একটি বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিক হিসেবে তার পেশা শুরু করেছেন। তিনি ২০১০ এবং ২০১১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তিনি টিভি বিজ্ঞাপনে মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। তার কর্মজীবনে, তিনি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন এবং রেডিও শোতে কাজ করেছেন। নুসরাত ফারিয়াকে বিতর্কিত “আল্লাহ মেহেরবান” এর মিউজিক ভিডিওতে দেখা গেছে। ফারিয়া ডিটেকটিব নামের একটি অ্যানিমেশন সিনেমায় কাজ করেন।

নুসরাত ফারিয়ার উল্লেখযোগ্য চলচ্চিত্র

১। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা আশিকী মুক্তিপায় ২০১৫ সালে যেটি নির্মাণ করেন অশোক পতি ও আব্দুল আজিজ
২। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা হিরো ৪২০ মুক্তিপায় ২০১৬ সালে যেটি নির্মাণ করেন সুজিত মন্ডল
৩। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা বাদশা-দ্যা ডন মুক্তিপায় ২০১৬ সালে যেটি নির্মাণ করেন বাবা যাদব
৫। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা প্রেমী ও প্রেমী মুক্তিপায় ২০১৭ সালে যেটি নির্মাণ করেন জাকির হোসেন রাজু

৬। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ধ্যাততেরিকি মুক্তি পায় ২০১৭ সালে যেটি নির্মাণ করেন শামীম আহমেদ রনি
৭। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা বস ২ মুক্তিপায় ২০১৭ সালে যেটি নির্মাণ করেন বাবা যাদব
৮। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় সিনেমা ইন্সপেক্টর নটি কে মুক্তিপায় ২০১৮ সালে যেটি নির্মাণ করেন অশোক পতি
৯। ভারত-বাংলাদেশ প্রথম এনিমেশন চলচ্চিত্র ডিটেকটিভ মুক্তিপায় ২০১৯ সালে যেটি নির্মাণ করেন তপন আহমেদ
১০। নায়ক শাকিব খানের বিপরীতে প্রথম চলচ্চিত্র শাহেনশাহ মুক্তিপায় ২০২০ সালে যেটি নির্মাণ করেন শামীম আহমেদ রনি

আরো পড়ুনঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনী

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়

নুসরাত ফারিয়া অনেক সুন্দরী আবার অনেক মেধাবীও। তিনি নিজেকে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় এবং বাণিজ্যিক সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি জাজ মাল্টিমিডিয়ার সাথে ‘আশিকি’ এবং ‘হিরো ৪২০’ শিরোনামের দুটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। সেই সিনেমার জন্য তিনি সেরা নবাগত অভিনেতার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছিলেন। ২০১৫ সালে আরিফিন শুভর সাথে প্রেমি ও প্রেমি সিনেমার মাধ্যমে ফারিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি শক্ত একটি অবস্তান করে নিয়েছিলেন।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আশিকি সিনেমাটিও দারুনভাবে জনপ্রিয় হয়। কিন্তু তার সিনেমার ক্যারিয়ার মোড় ঘুড়িয়ে দেয় ব্লকবাস্টার সিনেমা ‘বাদশা: দ্য ডন’, এই ছবিতে তার বিপরিতে অভিনয় করেন কলকাতেয়া সুপারস্টার নায়ক জিত। বাংলাদেশের সুপারস্টার নায়ক আরিফিন শুভর সাথে ‘ধাত তেরি কি’ ছবিতে অভিনয় করেও সফলতা পান। পরর্বতিতে সুপারস্টার নায়ক জিতের বিপরীতে ‘বস 2 সিনেমায় কাজ করেন।

আরো পড়ুনঃ কোয়েল মল্লিকের জীবনী

নুসরাত ফারিয়ার গান

নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান পটাকা। তিনি পটাকা গানের মিউজিক ভিডওতে ও অভিনয় করেন। রাকিব রাহুল দ্বারা তৈরি গানটি নির্মাণ করেছেন প্রীতম হাসান। গানটি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়। তার দ্বিতীয় গান হাবিবি। হাবিবি গানের মিউজিক ভিডওতে ও তিনি অভিনয় করেন।

আরো পড়ুনঃ মিমি চক্রবর্তীর জীবনী

নুসরাত ফারিয়ার বিয়ে

নুসরাতের বিয়ের খবর অনেকের কাছেই অজানা। কারণ তার বিয়ের খবরটি সেই ভাবে প্রচার করা হয় নি। রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া গত ১ মার্চ। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকা এই দম্পতি বিয়ে করেন গোপনে। বিয়ের তিন মাস পর ভক্তরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারেন বিয়ের খবর। বিয়ের খবর শোনার পর অনেক ভক্তই মন খারাপ করেন। কিন্তু তারা প্রিয় অভিনেত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন।

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়ার সোসাল মিডিয়া প্রোফাইলঃ

ফেইসবুক প্রোগাইল (ভেরিফাই)

টুইটার প্রোফাইল (ভেরিফাই)

ইনস্টাগ্রাম প্রোফাইল (ভেরিফাই)

নুসরাত সম্পর্কে আপনি কতটা জানেন?

আধুনিক বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়িকা নুসরাত সম্পর্কে আপনি কতটা জানেন, তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাছাড়া এই আবেদনময়ী অভিনেত্রী বিষয়ে আপনি কী জানতে চান তা আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের মতামতের ভিতিত্তি নুসরাত সম্পর্কে নতুন নতুন তথ্য যোগ করব। তাই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে এখনই মতামত জানান কমেন্টে। ধ্যনবাদ