You are currently viewing মুফতি কাজী ইব্রাহীম এর জীবনী ও ওয়াজ
মুফতি কাজী ইব্রাহীম

মুফতি কাজী ইব্রাহীম এর জীবনী ও ওয়াজ

মুফতি কাজী ইব্রাহীম – আজকের আর্টিকেলে আমরা মুফতি কাজী ইব্রাহীম এর জীবনী সম্পর্কে জানবো। বলতে গেলে ইন্টারনেটে কাজী ইব্রাহীম এর ব্যাপারে জানার আগ্রহ অনেকের আছে। প্রতিনিয়ত তাকে নিয়ে জানার জন্য অনেকে ইন্টারনেটে বিভিন্নভাবে রিসার্চ করে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ তথ্য আপনারা খুঁজে পান না।

যাহোক বিভিন্ন ভাবে রিসার্চ করে আমি কাজী ইব্রাহীম এর বিষয়ে বেশ কিছু তথ্য খুজে বের করতে সক্ষম হই। আমি চেষ্টা করবো আজকের আর্টিকেল দ্বারা সে সকল তথ্য গুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করতে। চলুন তাহলে শুরু করা যাক।

মুফতি কাজী ইব্রাহীম এর পরিচয়

কাজী ইব্রাহীম বর্তমানে নরসিংদী জেলার বিখ্যাত আলিয়া মাদ্রাসা জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার একজন প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্বে আছেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়া কমিটির একজন সদস্য হিসেবেও কর্মরত রয়েছেন তিনি।

তিনি হচ্ছেন বাংলাদেশীও সুনামধন্য এবং প্রধান সারির একজন আলেম। তিনি মূলত এক ধরনের কিতাবি মানুষ। কাজী ইব্রাহীম এর দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সেই মাদ্রাসার সফল অধ্যক্ষ। তার দাদা কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে বড় ডিগ্রি অর্জন করেছিলেন। উপমহাদেশের সনামধন্য হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরা সদস্য মাওলানা কাজী ইব্রাহীমের নানা।

তার মামা ছিলেন স্বাধীন বাংলাদেশের বায়তুল মোকারম এর প্রথম খতিব। মুফতি কাজী ইব্রাহীম এর মামা মুফতি আব্দুল মুইজ কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বায়তুল মোকারম মসজিদের প্রথম খতিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তারা মামা আরো ছিলেন লালবাগ মাদ্রাসার মূর্ত্তি হিসেবে।

তিনি বলেন, “আমি যে পরিবারে জন্মগ্রহণ করে, সে পরিবারে আমার দাদা ছিলেন অনেক বড় আলেম হাফেজে কোরআন। আমার বাবাও ছিলেন অনেক বড় হাফেজে কোরআন। আমার নানা গুষ্টিরাও সবাই আলেম। আমার ৭ মামার মধ্য ৭ জনই উপমহাদেশ বিখ্যাত আলেম ছিলেন।”

বর্তমান বাইতুল মোকাররম এর খতিব সালাউদ্দিন সাহেব মুফতি কাজী ইব্রাহীম বাবার একজন ছাত্র ছিলেন। তার বাবা হচ্ছে মওলানা আবদুল গনি। গাজীপুরে নিজের তৈরি করা কাজী ইব্রাহীম সাহেবের একটি মাদ্রাসও রয়েছে।

দক্ষিণখানে ও তার নির্মাণ করা মাদ্রাসা রয়েছে, এছাড়াও আছে তার তৈরি করা ইংলিশ মিডিয়াম স্কুল। কাজী ইব্রাহীম সাহেবের তৈরি করা এই ইংলিশ মিডিয়াম স্কুলের আছে তিনটি শাখা।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল – (Averroes International School) যেটি হচ্ছে তার তৈরি ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে সকল সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকেন।

মুফতি কাজী ইব্রাহীম এর লেখা বিভিন্ন বই

কাজী ইব্রাহীম সাহেবকে হাদীস বিদ্যায় তার গভীর পাণ্ডিত্যের ফলে বড় বড় আলেমগণ বিজ্ঞ হিসেবে গণ্য করে থাকেন। হাজারো আলমের শিক্ষক বা ওস্তাদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিখ্যাত হাদীস বিশারদ, দার্শনিক, গবেষক ও ইসলামিক ঐক্যের প্রতীক কাজী ইব্রাহীম। ইসলামিক বক্তা হিসেবে তাকে সকলে চিনে থাকেন।

তার লেখা বিভিন্ন বই এর মধ্যে রয়েছে – ঈমান ও ঈমান ভাঙার কারণ, সালাতের পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব দোয়া পড়তেন, ইমাম আবু হানিফা এবং প্রকৃত হানাফী মাজহাব, ইকামাতুস সালাত ১, ইসলামে আমাদের জানা অজানা – ১ম খন্ড, তাওহীদ জিজ্ঞাসা – জবাব ১ ইত্যাদি।

অনলাইন জনপ্রিয় লাইব্রেরির রকমারি থেকে আপনারা তার সব বইগুলো কিনে নিতে পারবেন।

আলোচনা সমালোচনায় কাজী ইব্রাহীম

কাজী ইব্রাহীম সাহেবের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে প্রচুর ভাবে ভাইরাল হয়েছিল। আর এসব ভাইরাল ভিডিওর উপরে ভিত্তি করেন তিনি অনেকের আলোচনা এবং সমালোচনার মধ্যে এসে যান।

কাজী ইব্রাহীম সাহেব করোনা ভাইরাসের টিকা আবিষ্কার সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের ওপর ওয়াজে বক্তব্য দিয়েছিলেন।

তার বক্তব্য ছিলঃ করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে মেয়েরা হয়ে যাবে ছেলে। আর এই ভ্যাকসিনের মাধ্যমে সাধারণ মানুষের গোপন তথ্য হাতিয়ে নেওয়া হবে। কারো প্রাইভেসি বলতে কিছুই থাকবেনা। এমনই সব বক্তব্য দিয়ে তিনি বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছেন।

তাকে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ আটক করেছিলেন। তাকে মোহাম্মদ পুরে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছিল। জানানো হয় তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। অভিযোগ ছিল তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টা পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য সাধারণ জনগণের নিকট ভুল মেসেজ পৌঁছাচ্ছে। এসকল অভিযোগ এর জন্য জিজ্ঞাসাবাদ করতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

আগেও তিনি এমন অনেক বক্তব্য দিয়ে এসেছিলেন বিভিন্ন আলোচনা ও সমলোচনার মধ্যে।

তথ্যঃ‌ ইন্টারনেট থেকে সংগৃহীত

উপসংহার

আজকে আমরা মুফতি কাজী ইব্রাহীম এর বিষয়ে জানা অজানা কিছু তথ্য সম্পর্কে বিস্তারিত জানলাম। বিভিন্ন সোর্স থেকে পাওয়া বিভিন্ন তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা কাজী ইব্রাহীম এর বিষয়ে অনেক তথ্যই জেনে নিতে পেরেছেন। আল্লাহ হাফেজ