ঢাকা ও ঢাকার আশেপাশের মানুষদের অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট হল ঢাকা গাউছিয়া মার্কেট। বিশাল এই মার্কেটে রয়েছে সব ধরনের কাপড়ের দোকান। সব মানুষের প্রিয় এই কাপড়ের বাজারটি মহিলাদের কাছে সব চেয়ে প্রিয়। আপনার পছন্দের কেনাকাটার জন্য গাউছিয়া মার্কেটি সবসময় খোলা থাকে না। তাই কেনাকাটা করতে যাওয়ার আগে সবার আগে মার্কেট সাপ্তাহিক বন্ধ দিন জেনে যাওয়া উচিত। তানাহলে কেনাকাটা না করেই ফিরে আসতে হবে। আজকে আমরা ঢাকা গাউছিয়া মার্কেট বন্ধের দিন, প্রতিদিন খোলা ও বন্ধের দিন, লোকেশন ও কিভাবে কেনাকাটা করতে হবে তার বিস্তারিত জানব। গাউছিয়া মার্কেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের লেখাটি সম্পর্ণ পড়ুন।
আরো পড়ুনঃ বসুন্ধরা সিটি মার্কেট বন্ধের দিন
ঢাকা গাউছিয়া মার্কেট কোথায় অবস্থিত ও যাওয়ার গাইড
ঢাকার অত্যন্ত ব্যস্ততম এলাকা নীলক্ষেত ও সাইন্সল্যাব এর মাধখানে ঢাকা গাউছিয়া মার্কেট অবস্থিত। গাউছিয়া মার্কেটের পাশেই অবস্থিত ঢাকা নিউ মার্কেট। গাউছিয়া মার্কেটের সামনে রয়েছে প্রধান সড়ক। যেটি দিয়ে আপনি সহজেই ঢাকার যেকোন স্থান থেকে এই মার্কেটে আসতে পারবেন খুব সহজে। ঢাকা আশেপাশের জেলা যেমন নারায়ণঞ্জ, নরসিংদী ও গাজিপুর থেকে খুব সহজে গুলিস্থান হয়ে মার্কেটে সামনে নামতে পারবেন। আর যদি উল্ট দিক থেকে আসতে চান যেমন সাভার, গাবতলী, মিরপুর ও মানিকগঞ্জ থেকে ধানমন্ডি হয়ে মার্কেটে আসতে পারবেন। যেহেতু এলাকাটি অনেক ব্যস্ততম এলাকা তাই যানযজ লেগে থাকে সবসময় তাই একটু সময় নিয়ে বের হতে হবে।
ঢাকা গাউছিয়া মার্কেট বন্ধের দিন ও ওপেন ও ক্লোজের সময়
ঢাকার যানযট নিয়ন্ত্রন করার জন্য ঢাকা শহরের বিভিন্ন মার্কেট গুলোকে আলাদা আলাদা নির্দিষ্ট দিনে ভাগ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকা গাউছিয়া মার্কেট একদিন পূর্ণ দিবস ও আরেকদিন অর্ধদিবস বন্ধ রাখা হয়। ঢাকা গাউছিয়া মার্কেট মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ রাখে মার্কেট কমিটি।
মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ
কিন্তু বিভিন্ন প্রধান উসবগুলোতে মার্কেট কমিটি সরকারের অনুমতি সাপেক্ষে মার্কেট খোলা রাখে। যেহেতু প্রধান উসব গুলোতে বেশি কেনাকাটা হয়ে থাকে। ব্যবসায়িরা মূলত প্রধান উসব গুলোকে টার্গেট করে ব্যবসা সাজিয়ে থাকে। গাউছিয়া মার্কে সাধারণ প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে। প্রধান উসবগুলোতে সেটি রাত ১১টা পর্যন্ত খোলা রাখা হয়।
আরো জানুনঃ যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন
মঙ্গলবার পূর্ণ ও বুধবার অর্ধদিবস বন্ধ আরো যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে
এলাকার নাম | মার্কেটের নাম |
* জিগাতলা * কাওয়ান বাজার * তেজতুরী বাজার * নাখালপাড়া * পান্তপথ * কাঁঠালবাগান * সোবহানবাগ * তেজকুনীপাড়া * লালমাটিয়া * কলাবাগান * নীলক্ষেত * হাতিরপুল * মানিক মিয়া * এভিনিউ, রাজাবাজার * মণিপুরিপাড়া * ফার্মগেট * গ্রিণরোড * বাংলামটর * রাজাবাজার * নীলক্ষেত * সাইন্সল্যাব * কাঁটাবন * শাহাবাগ * এলিফ্যান্ট রোড * শুক্রাবাদ * সোবহানবাগ * ধানমন্ডি * শুক্রাবাদ * হাজারীবাগ * রায়েরবাজার * পিলখানা | · বসুন্ধরা সিটি শপিং মল · নিউ সুপার মার্কেট · রাইফেল স্কয়ার · প্রিন্স প্লাজা · হাতিরপুল বাজার · ইসলামিয়া মার্কেট · প্রিয়াঙ্গন শপিং সেন্টার · রাপা প্লাজা · লায়ন শপিং সেন্টার · চাঁদনি চক · গ্রিন সুপার মার্কেট · ক্যাপিটাল মার্কেট · নিউমার্কেট · ধানমন্ডি প্লাজা · মেট্রো শপিং মল · বদরুদ্দোজা মার্কেট · ইস্টার্ন প্লাজা · মোতালেব প্লাজা · চন্দ্রিমা মার্কেট · ইস্টার্ন মল্লিকা · সৌদিয়া সুপার মার্কেট · সেজান পয়েন্ট · প্লাজা এআর · গাউসুল আযম মার্কেট · ফার্মভিউ সুপার মার্কেট · ধানমন্ডি হকার্স মার্কেট · এলিফ্যান্ট রোড · মমতাজ প্লাজা · নূর ম্যানশন · এআরএ শপিং সেন্টার · বাকুশাহ মার্কেট · এলিফ্যান্ট রোড · অরচার্ড পয়েন্ট · গ্লোব শপিং |
আরো জানুনঃ মিরপুর বেনারসি পল্লী মার্কেট বন্ধের দিন