মোল্লা নাজিম উদ্দিন

মাওলানা মোল্লা নাজিম উদ্দিনের জীবনী ও ওয়াজ

আজকে আমরা জানব বাংলাদেশের প্রথম সারির ইসলামিক স্ক্লার দেশ বরেণ্য তরুণ বক্তা মওলানা মোল্লা নাজিম উদ্দিন সম্পর্কে। এই তরুণ ইসলামিক স্ক্লার খুব অল্প সময়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করতে পেরেছে তার সুমধুর কন্ঠ ও রিসার্জ ভিত্তিক আলোচনার মাধ্যমে। মোল্লা নাজিম উদ্দিন সাধারণত আলোচনা করে থাকেন পবিত্র কোরআন ও সহি হাসিদের ভিত্তিতে। তার আলোচনার মধ্যে কোন হিংসা, ভিদ্ধেস পাবেন না। তিনি সাম্পতিক সময়ের আলোচিত ঘটনা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে থাকেন।

মোল্লা নাজিম কোথায় বেশি ওয়াজ করে থাকেন

ইসলামিক স্কলার মোল্লা নাজিম উদ্দিন সারা বাংলাদেশে ওয়াজ ও তাফসির মাহফিল করে থাকে। যেহেতু তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক স্ক্লার সেহেতু তিনি দেশের বাহিরে ভিবিন্ন দেশে বয়ান করে থাকে। অভিভক্ত বাংলার ত্রিপুরার রাজধানী খ্যাত কুমিল্লাতে তিনি বেশি ওয়াজ করে থাকেন। সেখানকার একটি মসজিদে তিনি দীর্ঘদিন ইমামতি করেন। এবং সেই মসজিদের জুম্মার বয়ানও আমরা অনলাইনে পেয়ে থাকি। তিনি যে এলাকাতেই ওয়াজ বা তাফসির মাহফিল করে থাকেন না কেন, তা আমরা অল্প সময়ে মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি।

মোল্লা নাজিম উদ্দিনের ওয়াজ অনলাইনে

বর্তমান যুগ অনলাইনের যুগ। অনলাইনের কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কোন ইনফরমেশন পেয়ে থাকি। মোল্লা নাজিম উদ্দিন তার মোহিত কন্ঠ দিয়ে পৃথিবীর যে পান্তেই ওয়াজ বা তাফসির মাহফিল করেন তা অনলাইনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের মুসলমানদের কাছে। তিনি তার ওয়াজের মাহফিল গুলো তার নিজস্ব ফেইসবুক পেজে লাইভ করে থাকে। তাছাড়া তিনি তার ফেইসবুকের মাধ্যমে সমাজের নানা অনিয়ম ও অসংগতি নিয়ে আলোচনা করে থাকেন।

সম্পর্তি তিনি তার ফেইসবুকে এক বার্তায় বলেছেন আমরা যখন কারো সমালোচনা করব তার আগে আমাদের ঐ ব্যক্তির জায়গায় রেখে একবার চিন্তা করার কথা বলেছেন। তিনি বলেছেন তাহলেই আপনার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ থাকবে। তিনি আরেকটি লেখায় লিখেছেন যে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা হালাল টাকা দিয়ে হারাম জিনিস কিনে খায় বা কিনে পরিধান করেন। তিনি আর বলেন আর কিছু মানুষ হারাম উপার্জিত টাকা দিয়ে সওয়াব কামায় করে জান্নাতে যেতে চায়। কিন্তু তারা জানে না এই দুইটাই খুব ভয়ংকর।

মোল্লা নাজিমের ওয়াজের বিষয় বস্তু কী থাকে?

মোল্লা নাজিম উদ্দিন মূলত তরুণ সমাজকে ইসলামের পথে আনার জন্য নিরলস ভাবে বয়ানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বর্তমান তরুণ সমাজ যাতে নেশায় মগ্ন না থেকে ইসলামের কাজে মগ্ন থাকে সেই জন্য তিনি প্রত্যেকটি বয়ানে নির্দেশনা দেন। জিনা ও পড়কিয়া বর্তমানে মহামারি আকার ধারণ করছে। জিনা ও পড়কিয়া নিয়ে সচেতনতা মূলক বয়ান করে থাকে। তাছাড়া তার বয়ানে শিরক, বেদাত, মুনাফেক দের বিরুদ্ধে কঠিন বার্তা থাকে। মোল্লা নাজিম উদ্দিন মাকে নিয়ে সুন্দর আলোচনা করে থাকে। তার কন্ঠে মাকে নিয়ে ওয়াজ খুবই সুমধুর লাগে।

ড মিজানুর রহমান আল আজহারীর সাথে তার সম্পর্ক

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী দেশের খ্যাতি ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সাথে আলোচনা করছেন তার সাথে মোল্লা নাজিম উদ্দিনের সম্পর্ক খুবই চমৎকার। ভিবিন্ন প্রোগ্রামে তারা একে অপরের সুসম্পর্কের কথা বলে থাকেন। মোল্লা নাজিম উদ্দিনের শুধু মিজানুর রহমান আজহারী নয় অন্য আলেম যেমন দেশ বরেণ্য আলেম মওলানা তারেক মনোয়ার, আমির হামজা, শায়খ আহমদুল্লাহ, রফিকুল্লা আফসারী, মওলানা সিফাত, মোস্তফী রহমানী, রফিকুল ইসলাম মাদানী, কামরুল ইসলাম সাইদ আনসারী, আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সহ আরো অন্যান আলেমদের সাথেও সুসম্পর্ক রয়েছে।

তিনি সবইময় চেষ্টা করে সকল আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখতে। যেকোন আলেমদের খারাপ সময়ে তাদের পাশে থাকেন। কিছুদিন আগে শিশু বক্তা হিসেবে পরিচিত মওলানা রফিকুল ইসলাম মাদানী তার একটি কথা নিয়ে সমস্যা পড়েছিলেন। তখন মাদানীর বিরুদ্ধে অনেকেই বক্তব্য দিয়েছিলেন। তখন মাদানীর খারাপ সময়ে তার পাশে থেকে সাহস যুগিয়েছিলেন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। রফিকুল ইসলাম মাদানী তার এক ফেইসবুক লাইভের মাধ্যমে এই কথা সকলকে জানান।

মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সম্পর্কে শেষকথা

জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সবসময় চেষ্টা করেন তার বয়ান শুনে যেন সাধারণ মানুষের তেদায়েত হয়। তিনি কোন দল করেন না। কিন্তু তিনি ইসলামের পক্ষে যে দল আছে তার সাথে তিনি আছেন। তাই আমরা চেষ্টা করব মোল্লা নাজিম সহ বাংলাদেশের সকল আলেমকে শ্রদ্ধা ও সম্মান করার। কারণ হককানী আলেমরা নবীর ওয়ারিশ। যুগে যুগে আর নবীগ্ণ আসবেন, তাদের বার্তাগুল আলেমরাই পৌছাবে সকলের মাঝে। তাই আমরা আলেমদের অসম্মান করা থেকে ভিরত থাকব।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *