এক নজরে নভোথিয়েটার | |
মূলনামঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার | পূর্বের নামঃ ভাসানী নভোথিয়েটার |
নির্মাণ শুরুঃ ২০০০ সালের ১৭ জুলাই | নির্মাণ শেষঃ ২০০৩ সালের মে মাসে |
উদ্ধোধনঃ ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর | প্রতিষ্ঠা করেনঃ বাংলাদেশ সরকার |
উদ্বোধন করেনঃ বেগম খালেদা জিয়া | লোকেশনঃ বিজয় স্বরণী এভিনিউ, তেঁজগাও, ঢাকা-১২১৫, বাংলাদেশ |
ওয়েবসাইটঃ www.novotheatre.gov.bd | মোট আয়তনঃ ৫.৪ একর |
নির্মাণব্যয়ঃ ১২০ কোটি | নকশা করেনঃ আলী ইমাম |
নকশা অনুমোদনঃ ১৯৯৭ সালের ১৭ মার্চ | পরিচালনা করেনঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কী?
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালনায় চালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার একটি কৃত্রিম নভোমন্ডল যেখানে নভো মন্ডলের সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। নভো মন্ডল সম্পর্কে জানার আগ্রম আছে সকল শ্রেণীর মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের। ৫.৪ একর জায়গা জুড়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারটি একবার ভিজিট করলে নতুন অনেক কিছুই জানতে পারবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সরকার নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রতিষ্ঠা কালীন নাম ছিল ভাসানী নভোথিয়েটার। নভোথিয়েটারে রয়েছেঃ
* ২৭৫ আসন বিশিষ্ট স্পেস থিয়েটার গেম
* ৩০ আসন বিশিষ্ট রাইড সিমুলেটর
* গ্রহ ও সৌরজগতের প্রতিরুপ
* ৫ ডি মুভি থিয়েটার
* ৫ ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটর
* চলচ্চিত্র ও স্লাইড প্রদর্শন
* ডিজিটাল ও সায়েন্টিফিক প্রদর্শনী গ্যালারী
* বিজ্ঞানীদের প্রতিকৃতি
* মিলনায়তন
* সম্মেলন কক্ষ
* হাইড্রলিক লিফট
* প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা
* পার্কিং ব্যবস্থা
নভোথিয়েটার বন্ধের দিন ও প্রদর্শনীর সময়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বন্ধের দিন প্রতি সপ্তাহের বুধবার। নভোথিয়েটার এর সন্ধ্যার শো টি শুধুমাত্র মার্চ থেকে অক্টোবর মাসে ( গ্রীষ্মকালীন ) প্রদর্শন করা হয়ে থাকে।
প্রদর্শনীর সময়
নং | বার | সকাল | দুপুর | বেলা | বিকাল | বিকাল | সন্ধ্যা |
১ | শনিবার | ১০ টা ৩০ মিনিট | ১২ টা | ২ টা | ৩ টা ৩০ মিনিট | ৫ টা | ৬ টা ৩০ মিনিট |
২ | রবিবার | ১০ টা ৩০ মিনিট | ১২ টা | ২ টা | ৩ টা ৩০ মিনিট | ৫ টা | ৬ টা ৩০ মিনিট |
৩ | সোমবার | ১০ টা ৩০ মিনিট | ১২ টা | ২ টা | ৩ টা ৩০ মিনিট | ৫ টা | ৬ টা ৩০ মিনিট |
৪ | মঙ্গলবার | ১০ টা ৩০ মিনিট | ১২ টা | ২ টা | ৩ টা ৩০ মিনিট | ৫ টা | ৬ টা ৩০ মিনিট |
৫ | বুধবার | বন্ধ | বন্ধ | বন্ধ | বন্ধ | বন্ধ | বন্ধ |
৬ | বৃহস্পতিবার | ১০ টা ৩০ মিনিট | ১২ টা | ২ টা | ৩ টা ৩০ মিনিট | ৫ টা | ৬ টা ৩০ মিনিট |
৭ | শুক্রবার | ১০ টা | ১১ টা ৩০ মিনিট | ২ টা ৩০ মিনিট | ৪ টা | ৫ টা ৩০ মিনিট | ৭ টা |
নভোথিয়েটার এর টিকেট মূল্য
* ৫ ডি মুভি থিয়েটার এর টিকেট মূল্য ৫০ টাকা
* ৫ ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটর এর টিকেট মূল্য ৫০ টাকা
* প্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকেট মূল্য ১০০ টাকা
* ডিজিটাল ও সায়েন্টিফিক প্রদর্শনী গ্যালারী প্রদর্শনীর টিকেট মূল্য ১০০ টাকা
* রাইশ সিমুলেটর এর টিকেট মূল্য ২০ টাকা
নোটঃ ২ বছরের কম বয়সের শিশুদের টিকেট লাগবে না। টেলিটক মোবাইল ব্যবহারকারীরা তিন দিন আগে মোবাইল এর মাধ্যমে টিকেট কিনতে পারবেন।
নভোথিয়েটার এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও নকশা
বাংলাদেশ সরকার নভোথিয়েটার এর নির্মাণের প্রথম পরিকল্পনা করেছিলেন ১৯৯৫ সালে। পরিকল্পনা অনুযায়ী স্থপতি আলী ইমাম এর একটি আধুনিক নকশা তৈরি করে যেটি ১৯৯৭ সালের ১৭ মার্চ সরকার অনুমোদিত করেন। স্থপতি আলী ইমাম এর একশা অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেন ২০০০ সালের ১৭ জুলাই “বিজয় স্বরণী এভিনিউ, তেঁজগাও, ঢাকা-১২১৫, বাংলাদেশ” তে।
জাপানের অপটিকস্ ম্যানুফ্যাকচারিং ও বাংলাদেশী মাসুদ এন্ড কোম্পানি নভোথিয়েটারটি স্থাপন করেন যেটির নির্মাণ তদারকী করেন আলমগীর হাবিবের নেতৃত্বে কমিটি। নভোথিয়েটার এর নির্মাণ কাজ শেষ হয় ২০০৩ সালের মে মাসে। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নভোথিয়াটার এর নির্মাণ কাজ ২০০৩ সালের মে মাসে শেষ হলেও তা উদ্ধোধন করেন ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তৎকালীন গণপূর্ত অধিদপ্তরের উপপ্রধান স্থপতি জনাব আলী ইমাম প্রাচীণ ধ্রুপদী ও আধুনিক নির্মাণরীতির মিশ্রণে নভোথিয়েটারের নকশা নির্মাণ করেন। সপ্তর্ষীমণ্ডলের সাতটি তারার গুরুত্ব বুঝাতে নভোথিয়েটারের প্রধান ভবনের সামনের অংশে দুইপাশে ৪০ ফুট উচ্চতার ১৪ টি ফ্রি হাইট রোমান কলাম রয়েছে। নভোথিয়েটার এর ডোমটির উচ্চতা ৫ তলার সমান যেটির ব্যসার্ধ ৩২ মিটার।