You are currently viewing নায়িকা পায়েল সরকারের জীবনী ও লাইফস্টাইল
পায়েল সরকার

নায়িকা পায়েল সরকারের জীবনী ও লাইফস্টাইল

আকষর্ণীয় চেহারার অধিকারী ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পায়েল সরকার তার অভিনয় দক্ষতা দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করতে পেরেছেন খুব অল্প সময়ে। তিনি তার সমসাময়িক সকল অভিনেত্রীদের সাথে তাল মিলিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন। অনেক সিনেমা প্রেমিরা এই গুণী অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাদের জন্য আমাদের এই লেখাটি। আমরা এই আর্টিকেলে নায়িকা পায়েল সরকার এর ব্যক্তিগত, পারিবারিক ও চলচ্চিত্র ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত জানব। এই নায়িকা সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকলে সম্পর্ণ লেখাটি পড়তে পারেন।

এক নজরে পায়েল সরকার
মূলনামঃ পায়েল সরকারডাকনামঃ পায়েল
জন্মঃ ১০ জানুয়ারি ১৯৮০জন্মস্থানঃ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ভাষাঃ বাংলা, হিন্দীলিঙ্গঃ নারী
ধর্মঃ সনাতনজাতীয়তাঃ ভারতীয়
পেশাঃ অভিনেত্রী, মডেল, রাজনীতিবিদবৈবাহিক অবস্থাঃ জানা নেই
পিতাঃ অসোক কুমার সরকারমাতাঃ কনিকা সরকার
বোনঃ সোহেল সরকাররাজনৈতিক দলঃ বিজেপি
পড়াশোনাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়শিক্ষাগত যোগ্যতাঃ ডিগ্রী
অভিষেক সিনেমাঃ শুধু তুমিচলচ্চিত্রে অভিষেকঃ ২০০৪
টিভিতে অভিষেকঃ ২০০৭প্রথম টিভি প্রোগ্রামঃ লাভ স্টোরি
বলিউডে অভিষেকঃ ২০১৫প্রথম হিন্দি চলচ্চিত্রঃ গুডু কী গান
উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চিব্রাঃ ৩৪
আকারঃ ৩৪-৩২-৩৫চুলের কালারঃ কাল
চৌখের কালারঃ ডার্ক ব্রাউনশরীরের কালারঃ ফর্শা
প্রিয় খেলাঃ ক্রিকেটপ্রিয় খেলোয়ারঃ সৌরভ গাঙ্গুলি
প্রিয় কালারঃ পিঙ্কপ্রিয় ঘোরার জায়গাঃ হং কং
প্রিয় অভিনেতাঃ শাহরুখ খানপ্রিয় অভিনেত্রীঃ বিদ্যা বালাম
প্রিয় গায়কঃ অরিজিত সিংপুরস্কারঃ আনন্দলোক অ্যাওয়ার্ড (২০১০)

পায়েল সরকারের প্রাথমিক জীবন

ভারতীয় বাংলা চলচ্চিত্র ও হিন্দি টেলিভিশনের অভিনেত্রী পায়েল সরকার জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৮০ সালের ১০ ফেব্রুয়ারি। কলকাতা শহরে তার বেড়ে ওঠা। পায়েল সরকারে বাবা অসোক কুমার সরকার তিনি পায়েকে খুবই ভালবাসেন। তার মায়েক নাম কণিকা সরকার। তাদের পরিবারে পায়েল ছাড়াও তার একটি সোহেল সরকার নামের বোন রয়েছ। পায়েল সরকার পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীদের মাঝে খুবই উচ্চশিক্ষিত একজন অভিনেত্রী। তিনি ইতিহাসের ছাত্রী। তিনি ইতিহসে ডিগ্রি অর্জন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়।

পায়েল সরকারের ক্যারিয়ার

পায়েল সরকারের অভিনয়ের প্রতি ঝোক ছিল ছোটবেলা থেকেই। তিনি বাড়িতে ছোটবেলা থেকেই অভিনয় করার চেষ্টা করতেন। তানি তার ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালের শুরুর দিকে যখন তিনি কলেজে পড়তেন। তিনি উনিশ কুড়ি কভার পেজে কাজ করেছেন মডেল হিসেবে। তিনি ওয়াক্ত ও লাভ স্টোরী নামক দুটি টিভি শোতে সফলভাবে কাজ করেছেন। তিনি হিন্দি সিরিয়ালের একজন নিয়মিত মুখ। পায়েল বলিউডের গুডু কী গান সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। পায়েলের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন ভারতীয় বাংলা সিনেমার নায়িকা। তিনি বাংলা সিনেমায় পারাখেন শুধু তুমি সিনেমার মাধ্যমে ২০০৪ সালে যেটি নির্মাণ করেরন অভিজিৎ গুহ।

তার চলচ্চিত্র ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল প্রেম আমার ও বোঝেনা সে বোঝেনা সিনেমা দুটি। এই দুটি সিনেমা দিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জিৎ ও শাকিব খানের মত সুপারস্টার নায়কদের সাথে কাজ করেছেন চলচ্চিত্রে। তাছাড়া তিনি অভিজিৎ গুহ, রবি কিনাগী, সুব্রত সেন, শেখর সূর্য, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, রাজা চন্দ, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ মুখার্জীর মত গুণী নির্মাতাদের সাথে কাজ করেছেন

পায়েল সরকারের উল্লেখযোগ্য সিনেমাঃ

১। শুধু তুমি সিনেমা নির্মাণ করেন পরিচালক অভিজিৎ গুহ ২০০৪ সালে
২। বিবর সিনেমা নির্মাণ করেন পরিচালক সুব্রত সেন ২০০৬ সালে
৩। আই লাভ ইউ সিনেমা নির্মাণ করেন পরিচালক রবি কিনাগী ২০০৭ সালে
৪। এফ.এম.(ফান অর মাস্তি) সিনেমা নির্মাণ করেন পরিচালক শেখর সূর্য ২০০৭ সালে
৫। ক্রস কানেকশান সিনেমা নির্মাণ করেন পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় ২০০৯ সালে

৬। প্রেম আমার সিনেমা নির্মাণ করেন পরিচালক রাজ চক্রবর্তী ২০০৯ সালে
৭। লে ছক্কা সিনেমা নির্মাণ করেন পরিচালক রাজ চক্রবর্তী ২০১০ সালে
৮। জানি দেখা হবে সিনেমা নির্মাণ করেন পরিচালক বিরসা দাশগুপ্ত ২০১১ সালে
৯। লে হালুয়া লে সিনেমা নির্মাণ করেন পরিচালক রাজা চন্দ ২০১২ সালে
১০। বোঝেনা সে বোঝেনা সিনেমা নির্মাণ করেন পরিচালক রাজ চক্রবর্তী ২০১৩ সালে

১১। গোলেমালে গোলেমালে পিরিত কোরো না সিনেমা নির্মাণ করেন পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে
১২। একটি আষাড়ে গল্প সিনেমা নির্মাণ করেন পরিচালক অরিন্দম চক্রবর্তী ২০১৩ সালে
১৩। বচ্চন সিনেমা নির্মাণ করেন পরিচালক রাজা চন্দ ২০১৪ সালে
১৪। ঋণ সিনেমা নির্মাণ করেন পরিচালক অরিন্দম শীল ২০১৪ সালে
১৫। গুড্ডু কি গান সিনেমা নির্মাণ করেন পরিচালক শান্তনু রায় ও শীর্ষক আনন্দ ২০১৪ সালে

১৬। যমের রাজা দিল বর সিনেমা নির্মাণ করেন পরিচালক আবীর সেনগুপ্ত ২০১৫ সালে
১৭। জিও পাগলা সিনেমা নির্মাণ করেন পরিচালক রবি কিনাগী ২০১৭ সালে
১৮। ভাইজান এলো রে সিনেমা নির্মাণ করেন পরিচালক জয়দীপ মুখার্জী ২০১৮ সালে
১৯। জামাই বদল সিনেমা নির্মাণ করেন পরিচালক রবি কিনাগী ২০১৯ সালে

পায়েল সরকারের রাজনৈতিক জীবন

পায়েল সরকার পেশায় একজন অভিনেত্রী হলেও তাকে মাঝে মাঝে রাজনৈতিক মাঠে দেখা যায়। তিনি ভারতের রাজনৈতিক দল বিজেপির হয়ে রাজনীতি করে থাকেন। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসন থেকে নির্বাচন করেন প্রার্থি হয়ে। কিন্তু তিনি তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের কাছে প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। যদিও তিনি পেশাদের রাজনীতিবিদ নন। বর্তমানে তাকে রাজনৈতিক মাঠে খুব একটা দেখা যায় না।

পায়েল সরকারের সোসালমিডিয়া প্রোফাইলঃ