বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধের দিন, সাপ্তাহিক ছুটি, টিকিট

১৭ নভেম্বর ১৯৮৩ সালে বাংলাদেশের জাতীয় জাদুঘরের মর্যাদা পাওয়া বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৩ সালের ২০ মার্চ যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল ৭ আগস্ট ১৯১৩। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরটি থমাস গিবসন-কারমাইকেল, প্রথম ব্যারন কারমাইকেল, বাংলার গভর্নর উদ্বোধন করেছিলেন যেটির প্রতিষ্ঠাকালীন নাম ছিল ঢাকা জাদুঘর।

এক নজরে বাংলাদেশ জাতীয় জাদুঘর

নামঃ বাংলাদেশ জাতীয় জাদুঘর

প্রতিষ্ঠাকালীন নামঃ ঢাকা জাদুঘর

স্থাপিতঃ ১৯১৩ সালের ২০ মার্চ

উদ্বোধনঃ ৭ আগস্ট ১৯১৩

প্রতিষ্ঠাতাঃ লর্ড কারমাইকেল

প্রদর্শনশালাঃ ৪৪

জাতীয় জাদুঘরের মর্যাদা পায়ঃ ১৭ নভেম্বর ১৯৮৩

টাইপঃ ঐতিহাসিক ও প্রত্বতান্বিক সংগ্রহঘার

সংগ্রহঃ প্রত্নতত্ত্বধ্রুপদীঅলংকারিক এবং সমসাময়িক শিল্পইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাসনৃবিদ্যাবিশ্ব সভ্যতা

উদ্বোধকঃ থমাস গিবসন-কারমাইকেল, প্রথম ব্যারন কারমাইকেল, বাংলার গভর্নর

নিদর্শনের সংখ্যাঃ প্রায় ৯৪ হাজার

জমিঃ ৮ একর

ভবনঃ ৪ তলা

কর্মকর্তা-কর্মচারীঃ ৩৩০

বাসরিক ব্যয়ঃ ২৯ কোটি

দর্শনার্থীঃ দেশী ও বিদেশী

প্রতিদি ভিজিটঃ ২,০০০+

নকশাঃ সৈয়দ মাইনুল হোসেন

মালিকানাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ওয়েবসাইটঃ www.bangladeshmuseum.gov.bd

বাংলাদেশ জাতীয় জাদুঘর

বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধের দিন ও সময়সূচী

ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধের দিন বৃহস্পতিবার। বাংলাদেশ সরকারের নির্ধারিত জাতীয় জাদুঘর সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। বৃহস্পতিবার কোন দর্শনার্থী যদি জাদুঘর ভিজিট করতে আসে তাহলে তাকে ভিজিট না করেই ফিরে যেতে হবে। জাতীয় জাদুঘর অর্ধ দিবস বন্ধ থাকে শুধুমাত্র শুক্রবার। ভিজিটরদের জন্য শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। বাংলাদেশ সরকার নির্ধারিত সরকারী ছুটির দিন গুলোতে ঐতিহাসিক নির্দশনটি বন্ধ থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস যেমন ২১ শে ফেব্রুয়ারী, পহেলা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস গুলোতে জাদুঘর খোলা থাকে।

সময়সূচী

কাল ও মাস ভেদে জাতীয় জাদুঘর এর ভিজিটের সময়সূচী পরিবর্তন হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় জাদুঘর এর সময়সূচী ২ টি ভাগে ভাগ করা হয়েছে একটি শীতকালীন অক্টোবর থেকে মার্চ আরেকটি গ্রীষ্মকালিন এপ্রিল থেকে সেপ্টেম্বর।

# প্রথম ভাগ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘর প্রতি শনিবার টু বুধবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য।

# দ্বিতীয় ভাগঃ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি শনিবার টু বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য।

আরো জানুনঃ ঢাকা নিউ মার্কেট বন্ধের দিন 

বাংলাদেশ জাতীয় জাদুঘরের টিকিট মূল্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top