বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধের দিন ও ভ্রমণ গাইড

১৯৯৮ সাল থেকে ২০০৪ সালে নির্মাত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিপণী বিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ২১ তলা বিশিষ্ট বিল্ডিং। এই বিল্ডিং এর ২১ তলার মধ্যে ৮ ম তলা পর্যন্ত শপিং কমপ্লেক্স এবং বাকী অন্য তলা গুলো বসুন্ধরা গ্রুপের অন্য কাজে ব্যাবহার করা হয়। বিশাল এই শপিং মলটিতে দেশী বিদেশী প্রায় ২,৫০০ এর বেশি দোকান রয়েছে।

ঢাকা নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক এই শপিং কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ২৫ হাজারের ও বেশো লোক ভিজিট করে থাকে। পশ্চিমা ঢঙে নির্মিতব সুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর প্রধান স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও মুস্তাফা খালিদ পলাশ। ১০০ মিলিয়ন ডলারের ও বেশি ব্যয়ে নির্মিত এই শপিং মলে আপনার পছন্দের কেনাকাটা করতে হলে সকাল ৯ টা থেকে রাত ৯ টার ভেতরে যেতে হবে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।

এক নজরে বসুন্ধরা সিটি

নামঃ বসুন্ধরা সিটি

অবস্থানঃ পান্থপথ, ঢাকা, বাংলাদেশ

মালিকঃ বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতাঃ  আহমেদ আকবর সোবহান

বসুন্ধরা গ্রুপ বর্তমান চেয়ারম্যানঃ  আহমেদ আকবর সোবহান

বিল্ডিংঃ ২১ তলা বিশিষ্ট

মার্কেটঃ ৮ ম তলা বিশিষ্ট

ব্লকঃ ৪ টি

বড় লিফটঃ ১২ টি

এস্কেলেটর সিড়িঃ ৩ টি

ক্যাপসুল লিফটঃ ৬ টি

খাবার দোকানঃ ১০০+

মোট দোকানঃ ২,৫০০+

পার্কিংঃ ৫০০+ গাড়ি

প্রতিদিন ভিজিটঃ ২৫,০০০

স্থপতিঃ মুস্তাফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ

নির্মাণ শুরুঃ ১৯৯৮ সালে

নির্মাণ ব্যয়ঃ ১০০+ মিলিয়ন

উন্মুক্তঃ ২০০৪ সালের ৬ই আগস্ট

প্রতিদিন খোলা হয়ঃ সকাল ৯ টায়

প্রতিদিন বন্ধ হয়ঃ রাত ৯ টায়

ওয়েবসাইটঃ http://www.bashundhara-city.com

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধের দিন

পছদের কেনাকাটার জন্য সবার আগে শপিং কমপ্লেক্সটির নাম আসে সেটি হল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এই শপিং মলটি প্রতিদিন অনেক ভিজিটার আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করার জন্য। অনেকে দেখা যায় বন্ধের দিন এসে ভোগান্তিতে পরেন। ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবার। আপনি যদি মঙ্গলবার কেনাকাটা করতে যান তাহলে আপনাকে খালি হাতে ফেরত আসতে হবে কারণ মঙ্গলবার মার্কেট বন্ধ থাকে।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রতি মঙ্গলবার পুরোদিন ও বুধবার অর্ধেক দিন বন্ধ

একদিন সাপ্তাহিক বন্ধের পাশাপাশি এই মার্কেটটি প্রতি বুধবার অর্ধ দিবস বন্ধ থাকে। আপনাকে কেনাকাটা করার যাওয়ার আগে অবশ্যই এই দুইদিনের কথা মাথায় রাখতে হবে। এই দুই দিন ছাড়া বাকি দিন গুলোতে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত যেকোন সময় এসে আপনার পছন্দমত কেনাকাটা করে বাড়ি ফিরতে পারবেন।

স্টার সিনেপ্লেক্স

কেনাকাটা করতে এসে যেন কোন ভিজিটর ভোরিং ফিল না করে তার জন্য বসুন্ধরা মার্কেট কতৃপক্ষ সিনেমা দেখার ব্যাবস্থ করেছে। বাংলাদেশের প্রথম আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার সুযোগ পাবেন এই মার্কেটে শপিং করতে গেলে। অত্যাধুনিক সুবিধা সংবলিত স্টার সিনেপ্লেক্স সিনেমা হলটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর ৮ ম তলায় অবস্থিত। লেভেল ৮, বসুন্ধরা সিটি, ১৩/৩ ক তে অবস্থিত হলটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালের ৮ অক্টোবর। স্টার সিনেপ্লেক্স এ মোট ৪ টি প্রদর্শনী কক্ষ রয়েছে যার একেকটির আসন ২৬২ জনের। সিনেমা হলগুলোতে দেশি বিদেশী আলোচিত মুভি গুলো প্রদর্শন করা হয়। প্রিমিয়াম ও রেগুলার এই শ্রণীর আসন রয়েছে।

বসুন্ধরা সিটি
বসুন্ধরা সিটি

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর সুযোগ সুবিধা

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ প্রবেশ এর জন্য অনেকগুলো প্রসারিত গেইট রয়েছে যাতে সহজেই মার্কেটে প্রবেশ করা যাবে। মার্কেটের দোকানগুলো বিভিন্ন ব্লকে ভাগ করা তাই আপনি সহজেই দোকান খুজে বের করতে পারবেন। ভিজিটররা যাতে সাচ্ছন্দে কেনাকাটা করতে পারে তার জন্য রয়েছে ছোট বড় অনেক গুলো লিফট। মার্কেটে বড় লিফট, ক্যাপসুল লিফট ছাড়া ও রয়েছে এস্কেলেটে চলন্ত সিড়ি। আপনার কেনাকাটাকে আর সহজ করতে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক এর এটিএম বুথ। বুথ থেকে টাকা উত্তোলন করে কেনাকাটা করতে পারবেন।

মার্কেটটিতে গ্রাউন্ড ফ্লোরের দক্ষিণ-পূর্ব পাশে অনুসন্ধান কেন্দ্র রয়েছে। তাছাড়া ভিজিটরদের সেবা দেয়ার জন্য পঞ্চম তলায় শপিং মল কর্তৃপক্ষের একটি কাস্টমার কেয়ার পয়েন্ট যা থেকে মার্কেটের তথ্য নিতে পারবেন। ধর্মপ্রাণ মুসলমান দের জন্য মার্কেটে রয়েছে ২ টি নামাজের স্থান। মহিলাদের এবাদত ও নামায আদায় করার জন্য ২য় তলার দক্ষিণ-পশ্চিম পাশের এ ব্লকে সুন্দর ও নিরিবিলি জায়গা রয়েছে। এবং পুরুষদের এবাদত ও নামায আদায় করার জন্য ৬ষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশে এ ব্লকে উপযুক্ত জায়গা রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা কেনাকাটা করতে এসে নামাজ ও এবাদত করার প্রপার সুযোগ পাবেন এই মার্কেটে।

অনেক মার্কেটে দেখা যায় টয়লেটের ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে শিশু ও মহিলাদের। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর প্রত্যেকটি ফ্লোরে পর্যাপ্ত টয়লেটের ব্যাবস্থা রয়েছে। ছেলে ও মেয়েদের আলাদা আলাদা টয়লেট গুলোতে টিস্যু এবং হ্যান্ড ওয়াশ রয়েছে। বিশাল এই মার্কেটিতে প্রায় ১ হাজারের ও বেশি গাড়ি পাকিং করা যাবে। এই মার্কেটের অগ্নি নির্বাপন ব্যবস্থা খুবই উন্নতমানের। তাছাড়া মার্কেটের নিরাপত্তা ব্যাবস্থা খুবই স্ট্যান্ডার্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top