সায়ন্তিকা ব্যানার্জী ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সুদর্শন গুনী অভিনেত্রী। তিনি তার ছোট ক্যারিয়্যারে খুব অল্প সময়ে সবার মন জয় করতে পেরেছেন তার অভিনয় পারফম্যান্স দিয়ে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে খুব একটা নজর কাড়তে পারেননি সবার কাছে। তিনি সবার নজরে আসেন সুপারস্টার জিত অভিনীত অ্যাওয়ারা সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাওয়ারা সিনেমার মাধ্যমে তিনি কলকাতা ফিল্ম ইন্ড্রাষ্টিতে একটা শক্ত জায়গা তৈরি করতে পেরেছিলেন। তারপর থেকে তিনি একের পর এক বড় বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে থাকেন। আজকে আমরা খ্যাতনামা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি সম্পর্কে জানা অজানা বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। গুনী এই অভিনেত্রী সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন।
এক নজরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | |
মূলনামঃ সায়ন্তিকা ব্যানার্জী | ডাকনামঃ সায়ন্তিকা |
জন্মঃ ১২ আগস্ট ১৯৯০ | জন্মস্থানঃ কলকাতা, ভারত |
বর্তমান ঠিকানাঃ কলকাতা, ভারত | পেশাঃ মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী, রাজনীতিবীদ |
রাজনৈতিক দলঃ অল ইন্ডিয়া তৃর্ণমূল কংগ্রেস | লিঙ্গঃ নারী |
ভাষাঃ বাংলা, হিন্দি | ধর্মঃ সনাতন |
জাতীয়তাঃ ভারতীয় | চলচ্চিত্রে অভিষেকঃ ২০০৯ |
প্রথম চলচ্চিত্রঃ ঘর সংসার | বৈবাহিক অবস্থাঃ অভিবাহিত |
বয়ফ্রেন্ডঃ নিসপাল সিং | পিতাঃ গুরু প্রসাধ ব্যানার্জি |
মাতাঃ জানা নেই | ভাইঃ জানা নেই |
বোনঃ জানা নেই | উচ্চতাঃ ৫ ফুট ৭ ইঞ্চি |
ফিগারঃ ৩৩-৩০-৩৫ | ব্রাঃ ৩৫ |
হিপঃ ৩৩ | চুলের কালারঃ ডাইড ব্রাউন |
চোখের কালারঃ ডার্ক ব্রাউন | শরীরের কালারঃ উজ্জ্বল শ্যামলা |
পড়াশোনাঃ কলকাতা বিশ্ববিদ্যালয় | শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার অব কর্মাস |
প্রিয় খাবারঃ থাই ফুড | প্রিয় অভিনেতাঃ শাহ্রুখ খান |
প্রিয় অভিনেত্রীঃ দিপিকা পাডুকোন | প্রিয় কালারঃ লাল |
প্রিয় খেলাঃ ক্রিকেট | প্রিয় খেলোয়াড়ঃ সৌরভ গাঙ্গুলি |
প্রিয় মুভিঃ জানা নেই | শখঃ শপিং |
সায়ন্তিকা ব্যানার্জী এর কর্মজীবন
সায়ন্তিকা ব্যানার্জী কর্মজীবনের শুরুতে একটি নাচের রিয়েলিটি শো’য়ে পারফর্ম করেন। নাচ ধুম মাচা লে নামক অনুষ্ঠানে তিনি খুব ভাল পারফ্যম্যান্স করেন। তার পর তিনি আস্তে আস্তে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ছোট ছোট রুলের মাধ্যমে। প্রথম দিকে তিনি টার্গেট, হ্যাংওভার, মনে পড়ে আজও সেই দিন মুভিতে অভিনয় করেন কিন্তু এই সিনেমাগুলো বক্স অফিসে ব্যবসা করতে ব্যর্থ হয়। তারপর তিনি সুযোগ পান বড় বাজেটের সিনেমা অ্যাওয়ারাতে অভিনয় করার।
এই সিনেমার মাধ্যমে তার কপাল খুলে যায়। বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জিত অভিনীত অ্যাওয়ারা চলচ্চিত্রটি বক্স অফিসে সুপার ডুপার হিট করে। তার পর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। তিনি যেহেতু নৃত্যশিল্পী তাই তার গানে অনব্যদ্ধ পারফম্যান্স থাকে। বর্তমানে কলকাতার বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুল তাকে নিয়ে নিয়মিত সিনেমা বানায়। তাছাড়া তিনি কলকাতার সব প্রধান প্রধান অভিনেতাদের সাথে অভিনয় করার সুযোগ পায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজনৈতিক দল তৃর্ণমূল কংগ্রেস এর রাজনিতির সাথে জড়িত।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর উল্লেখযোগ্য সিনেমাঃ
১। ঘর সংসার সিনেমা ২০০৯ সালে নির্মাণ করেন স্বপন সাহা যেটিতে তার বিপরিতে অভিনয় করেন যীশু সেনগুপ্ত
২। টার্গেট: দ্য ফাইনাল মিশন সিনেমা ২০১০ সালে নির্মাণ করেন রাজা চন্দ যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জয় মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী
৩। হ্যাংওভার সিনেমা ২০১০ সালে নির্মাণ করেন প্রভাত রায় যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জয় মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
৪। পাপী সিনেমা ২০১১ সালে নির্মাণ করেন স্বপন সাহা যেটিতে তার বিপরিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর্য বাবর
৫। মনে পড়ে আজও সেই দিন সিনেমা ২০১১ সালে নির্মাণ করেন অজয় সিং ও সুদীপ্ত ঘটক যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জয় মুখোপাধ্যায়, অভিরাজ
৬। আওয়ারা সিনেমা ২০১২ সালে নির্মাণ করেন রবি কিনাগী যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জিৎ
৭। শ্যুটার সিনেমা ২০১২ সালে নির্মাণ করেন প্রভাস ও অরিজিৎ যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জয় মুখোপাধ্যায়
৮। বিন্দাস সিনেমা ২০১৪ সালে নির্মাণ করেন রাজীব বিশ্বাস যেটিতে তার বিপরিতে অভিনয় করেন দেব
৯। হিরোগিরি সিনেমা ২০১৫ সালে নির্মাণ করেন রবি কিনাগী যেটিতে তার বিপরিতে অভিনয় করেন দেব
১০। অভিমান সিনেমা ২০১৬ সালে নির্মাণ করেন রাজ চক্রবর্তী যেটিতে তার বিপরিতে অভিনয় করেন জিৎ
১১। কেলোর কীর্তি সিনেমা ২০১৬ সালে নির্মাণ করেন রাজ চন্দ যেটিতে তার বিপরিতে অভিনয় করেন দেব
১২। আমি যে কে তোমার সিনেমা ২০১৭ সালে নির্মাণ করেন রবি কিনাগী যেটিতে তার বিপরিতে অভিনয় করেন অঙ্কুশ হাজরা।