মাসকট প্লাজা বন্ধের দিন ও কেনাকাটার গাইড

অল্প কিছু দিনের মধ্যেই প্রধান শহর ঢাকার মতোই ব্যস্ত হয়ে উঠেছে আধুনিক শহর উত্তরা। আধুনিক এই শহরের কেন্দ্রস্থলে রয়েছে বিপুল সংখ্যক আধুনিক শপিং সেন্টার ও বিপণীবিতান। উত্তরা এলাকার মাসকট প্লাজা হল সুপরিচিত আধুনিক শপিং সেন্টারগুলির মধ্যে অন্যতম একটি যেখানে একটি পরিবার তার প্রয়োজনীয় সকল কেনাকাটা করতে পারে একসাথে। যার ফলে এই মার্কেট উত্তরাবাসীর কাছে খুবই জনপ্রিয় কেনাকাটার আশ্রয়স্থল। বহুতল বিশিষ্ট মাসকট প্লাজা শপিং সেন্টারটি মধ্যপ্রাচ্যের স্থাপত্য শৈলীতে ২০০১ সালে উত্তরা সেক্টর-9-এ স্থাপিত হয়েছে। পুরো মার্কেটে রয়েছে মধ্যপ্রাচ্যের ছোঁয়া ও আকর্ষণীয় স্থাপত্য শৈলী। শীতাতাপ নিয়ন্ত্রীত এই মার্কেটটিত ভিজিটরদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা।

মাসকট প্লাজা শপিং সেন্টারে প্রায় ২২০ টি আধুনি সুসজ্জিত দোকান রয়েছে। এই মার্কেট থেকে উত্তরা এলাকা ছাড়াও আশে পাশের অনেক এলাকা থেকে কেনাকাটা করতে আসে। মার্কেটের তৃতীয় তলায় অনেক বিখ্যাত গহনার দোকান রয়েছে এবং এটি ঢাকার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনার বাজার হয়ে উঠেছে। মার্কিটটিতে ইজি, জেন্টেল পার্ক, আরোং,বাটা, এপেক্স, ক্যাটস আই, রিচম্যান, জারা এবং কে ক্রাফটস এর মত বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। পঞ্চম তলায় বাংলাদেশী ফ্যাশন এবং হস্তশিল্পে বিশেষত্বকারী আড়ং এর শো রুম রয়েছে। মার্কেটে বিলাসবহুল ফাস্ট ফুড কর্নার এবং কফি শপ রয়েছে যেখানে তরুণ দম্পতিরা বিকেলে আড্ডা দিতে মিলিত হয়।

আরো জানুনঃ যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন

মাসকট প্লাজা বন্ধের দিন

মাসকট প্লাজা ঢাকার উত্তরায় একটি জনপ্রিয় শপিং মল। এটি উত্তরার অন্যতম নিদর্শন। উত্তরার অন্যতম এই নিদর্শন সপ্তাহের প্রতি বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ। মাসকট প্লাজায় কেনাকাটা করতে যাওয়ার আগে অবশ্যই জেনে যাবেন মার্কেট বন্ধের দিনটি।

বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ

উত্তরা বিখ্যাত মার্কেট মাসকট প্লাজা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে দর্শনাথীদের জন্য। কিন্তু বিভিন্ন উসব গুলোতে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকতে পারে। আপনাদের উচিত রাত ৯ টার আগে কেনাকাটা শেষ করা।

আরো জানুনঃ ঢাকা গাউছিয়া মার্কেট বন্ধের দিন

বুধবার পূর্ণ দিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস বন্ধ আরো যেসব এলাকার মার্কেট বন্ধ থাকে

এলাকার নামঃ

নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, বিমানবন্দর সড়ক, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরখান, দক্ষিণখান, মধ্য ও উত্তর বাড্ডা, উত্তরা থেকে টঙ্গী সেতু, সাতারকুল, শাহাজাদপুর, জগন্নাথপুর, আশকোনা, কুড়িল, খিলখেত, বারিধারা, জোয়ার সাহারা।


মার্কেটের নামঃ

কুশল সেন্টার, রাজউক কসমো, হাকিম টাওয়ার, লুত্ফন শপিং টাওয়ার, একতা প্লাজা, পুলিশ কো-অপারেটিভ মার্কেট, হল্যান্ড সেন্টার, সুবাস্তু নজরভ্যালি, মান্নান প্লাজা, এস আর টাওয়ার, নুরুন্নবী সুপার মার্কেট, রাজলক্ষ্মী কমপ্লেক্স, এবি সুপার মার্কেট, যমুনা ফিউচার পার্ক, আমীর কমপ্লেক্স, রাজউক সেন্টার, বন্ধন প্লাজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top