কৌশানী মুখার্জী একজন কলকাতা তথা ভারতের সম্ভাবনাময়ী অভিনেত্রী। যিনি তার প্রথম সিনেমা “পারবো না আমি ছাড়তে তোকে” দিয়ে সবার কাছে ব্যাপক পরিচিতি পায়। কৌশানী মুখার্জী একজন চঞ্চল ও সুদর্শন অভিনেত্রী। তিনি খুব অল্প সময়ে কলকাতা ও বাংলাদেশী সিনেমা প্রমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তিনি এখন কলকাতা ফিল্ম ইন্ডাষ্ট্রিতে প্রথম সারির মেধাবী ও গুণী অভিনেত্রী। আজকে আমরা সুদর্শন ও গুণী অভিনেত্রী কৌশানি মুখার্জীর জীবনী সম্পর্কে বিস্তারিত জানব। তার সম্পর্কে বিস্তারিত জানতে সম্পর্ণ লেখাটি পড়ুন।
এক নজরে কৌশানী মুখার্জী | |
মূলনামঃ কৌশানী মুখোপাধ্যায় | ডাকনামঃ কৌশানী |
জন্মঃ ১৭ মে, ১৯৯২ সাল | জন্মস্থানঃ বরাহনগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
আদি বাড়িঃ বরাহনগর, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ | পেশাঃ মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ |
রাজনৈতিক দলঃ তৃণমূল কংগ্রেস | লিঙ্গঃ নারী |
ভাষাঃ বাংলা, হিন্দি | জাতীয়তাঃ ভারতীয় |
ধর্মঃ সনাতন | বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত |
বয়ফেন্ডঃ বনি সেনগুপ্ত (রিউমার) | বাবাঃ রানা মুখোপাধ্যায় |
বাবার পেশাঃ ইনকাম টেক্স অফিসার | মাঃ সংগীতা মুখোপাধ্যায় |
মার পেশাঃ হোম মেকার | ভাই-বোনঃ নেই |
পড়াশোনাঃ স্নাতক | উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি |
চুলের কালারঃ ব্রাউন | শরীরের কালারঃ ফর্সা |
চোখের কালারঃ ডার্ক ব্রাউন | চলচ্চিত্রে অভিষেকঃ ২০১৫ |
প্রথম চলচ্চিত্রঃ পারবো না আমি ছাড়তে তোকে | অভিষেক হিরোঃ বনি সেনগুপ্ত |
প্রথম পরিচালকঃ রাজ চক্রবর্তী | প্রিয় খেলাঃ ক্রিকেট |
প্রিয় অভিনেতাঃ সালমান খান | প্রিয় কালারঃ ব্লেক, ব্রু |
প্রিয় ঘুরার দেশঃ গ্রীস | পুরস্কার বা সম্মাননাঃ মিস বিউটী অব কলকাতা |
পুরস্কার বা সম্মাননাঃ পি. সি. চন্দ্র জুয়েলার্স গোল্ডলাইটস ডিভা: বিজয়ী | পুরস্কার বা সম্মাননাঃ মিস্ বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস্ বিউটিফুল হেয়ার উপাধিসমূহ |
কৌশানী মুখার্জীর প্রাথমিক জীবনী
কৌশানী মুখার্জীর বরাহনগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে ১৭ মে, ১৯৯২ জন্মগ্রহণ করেন। তার বাবা ইনকাম টেক্স অফিসার রানা মুখোপাধ্যায় ও মা হোম মেকার সংগীতা মুখোপাধ্যায়। কৌশানী গড চার্চ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর তিনি হেরম্বচন্দ্র কলেজ থেকে বি কম পাশ করেন। শিক্ষাজীবনে তিনি খুব মেধাবী ছিলেন।
আরো জানুনঃ মিমি চক্রবর্তীর জীবনী ও লাইফস্টাইল
কৌশানির রাজনীতিক জীবন
পশ্চিমবঙ্গের রাজনীতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করেন কৌশানী মুখার্জী। তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে তার বিপরীতে লড়াই করেন বিজেপির প্রার্থি বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। নবাগত রাজনীতিবীদ কৌশানী বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় এর কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভোটার ব্যবধান ছিল প্রায় ৪৫ হাজার।
আরো জানুনঃ রচনা ব্যানার্জীর জীবনী
কৌশানী মুখার্জীর সিনেমার ক্যারিয়ার
কলকাতা ফিল্ম ইন্ডাষ্ট্রির সম্ভাবনাময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জীর সিনেমায় অভিষেক হয় রাজ চক্রবর্তী পরিচালিত পারব না আমি ছাড়তে তোকে সিনেমার মাধ্যমে। ২০১৫ সালে নির্মিত পারব না আমি ছাড়তে তোকে সিনেমা কলকাতার একটি সাড়া জাগানো সিনেমা যেটিতে কৌশানীর বিপরীতে অভিনয় করেন বনি সেনগুপ্ত। তার পর তিনি একে একে অভিনয় করে অনেক ব্যবসা সফল সিনেমায়।
কৌশানী ও বনি সেনগুপ্ত কলকাতা সিনেমায় একটি সুপারহিট জুটি। তারা একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তিনি কলকাতার বড় বড় সব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে করে থাকেন যেমন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস, এচো ফিল্মস। তিনি বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সনামধন্য পরিচালকদের সাথে কাজ করেছেন যেমন রাজ চক্রবর্তী, রাজা চন্দ, রাজিব কুমার, রবি কিনাগী, অনুপ সেনগুপ্ত।
কৌশানী মুখোপাধ্যায় এর উল্লেখযোগ্য সিনেমাঃ
১। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সিনেমা “পারব না আমি ছাড়তে তোকে” পরিচালনা করেন রাজ চক্রবর্তী যেটি নির্মিত হয় ২০১৫ সালে।
২। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা “কেলোর কীর্তি” পরিচালনা করেন রাজা চন্দ যেটি নির্মিত হয় ২০১৬ সালে।
৩। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সিনেমা “তোমাকে চাই” পরিচালনা করেন রাজিব কুমার যেটি নির্মিত হয় ২০১৭ সালে।
৪। সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা “জিও পাগলা” পরিচালনা করেন রবি কিনাগী যেটি নির্মিত হয় ২০১৭ সালে।
৫। সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা “জামাই বদল” পরিচালনা করেন রবি কিনাগী যেটি নির্মিত হয় ২০১৯ সালে।
৬। এচো ফিল্মস প্রযোজিত সিনেমা ” জানবাজ” পরিচালনা করেন অনুপ সেনগুপ্ত যেটি নির্মিত হয় ২০১৯ সালে।