নায়িকা শাবনূরের জীবনী ও সিনেমার ক্যারিয়ার

ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী শাবনূর। কাজী শারমিন নাহিদ নূপুর যাকে আমরা সকলে নায়িকা শাবনূর নামে জানি। তিনি একজন বাংলাদেশী সফল ও গুনী চলচ্চিত্র অভিনেত্রী। শাবনূর ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে চলচ্চিত্রে সিনেমাতে আত্মপ্রকাশ করেন। শাবনূর বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়, সুন্দরী ও সফল চলচ্চিত্র অভিনেত্রী। তার চলচ্চিত্রে অভিনয়ের সময়টিকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালী সময় বলা হয়। মানুষ তার অভিনয়ের জন্য পাগল ছিল এবং সিনেমা হলে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা তার ছিল।

নাম: কাজী শারমিন নাহিদ নূপুর
ডাক নাম: শাবনূর, নূপুর
জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৭৯
জন্মস্থান: যশোর জেলা, বাংলাদেশ
উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি
পেশা: অভিনেত্রী, মডেল, প্রযোজক
নাগরিকত্ব: বাংলাদেশ
ধর্মঃ ইসলাম
ভাষাঃ বাংলা
স্বামী: অনিক মাহমুদ
পিতা-মাতা: শাহজাহান চৌধুরী
ছেলেঃ আইজান নেহান
রাশিচক্র: ধনু
প্রথম সিনেমাঃ চাঁদনী রাতে
প্রিয় সহ-অভিনেতাঃ সালমান শাহ্‌
প্রিয় খেলাঃ ক্রিকেট ও ফুটবল
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম
প্রিয় গায়কঃ মান্না দে ও জেমস

শাবনূরের কর্মজীবন

নায়িকা শাবনূর ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে চলচ্চিত্রে তার ক্যারিয়ারের সূচনা করেন। চাঁদনী রাতে চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন সাব্বির। প্রয়াত নায়ক সালমান সাহর তার দ্বিতীয় ছবি ছিল তুমি আমার ছিল ১৯৯৪ সালে। সালমানের মৃত্যুর আগ পর্যন্ত তার বেশিরভাগ চলচ্চিত্র সালমান শাহের সাথে ছিল। তার ক্যারিয়ারে প্রথম বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র ছিল দুনিয়ার বাদশা। যেটিতে তার বিপরীতে অভিনয় করেছিল আমিন । বাংলাদেশের প্রায় সব বিখ্যাত, জনপ্রিয় ও শীর্ষ নায়কদের সঙ্গে অভিনয় করেছেন তিনি, তাদের মধ্যে সালমান শাহ্‌, মান্না, ওমর সানি, আমিন খান, রিয়াজ, বাপ্পারাজ, অমিত হাসান, ডিপজল, ফেরদৌস, শাকিব খান এবং সাকিল খান অন্যতম। দুই নয়নের আলোর সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

শাবনূরের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র

নায়িকা শাবনূরের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল, জীবন গানের, বিয়ের ফুল, ও প্রিয়া তুমি কোথায়, নারীর মন, চাওয়া থেকে পাও, ভালোবাসা কারে কয়, হাজার বছর ধরে , আনন্দ অশ্রু, প্রেমের তাজমহল, গুলাম, মোল্লা বারির বউ, স্বপ্নের থিকানা এবং আরও অনেক।

আরো পড়ুনঃ নায়ক সালমান শাহ্‌র জীবনী

নায়িকা শাবনূরের ব্যক্তিগত জীবন

নায়িকা শাবনূর ১৭ ডিসেম্বর, ১৯৭৯ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। শাবনূর তার বিয়ের আগের প্রয়াত অভিনেতা সালমান শাহের সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে লোক্মুখে শুনা জেত। যদিও এর কোন সঠিক ও নির্ভরযোগ্য প্রমাণ নেয়। শাবনূর ৬ ডিসেম্বর ২০১১ তারিখে অনিক মাহমুদের সাথে বাগদান করেন এবং ২৮ ডিসেম্বর ২০১২ সালে বিয়ে করেন। ০৪ মার্চ, ২০২০ তারিখে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ২০১৩ সালের ২৯ শে ডিসেম্বর তিনি একটি ছেলের জন্ম দেন। ছেলের নাম আইজান নেহান। শাবনূরের পিতা শাহজাহান চৌধুরী। ঝুমুর নামে তার একটি বোন আছে।

শালমান শাহ ও শাবনূর জুটি

সিনেমায় জুটি প্রথা চলে আসচ্ছে যুগ যুগ ধরে। দেশে কিংবা দেশের বাহিরের সিনামার একটা আলাদা কদর রয়েছে। আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকায়, সেখানেও এর ব্যতিক্রম নয়। আমরা বলিউডে দেখতে পাই শাহরুক খান-কাজল জুটি, সালমান খান- ক্যাটরিনা জুটি, গোবিন্দা-কারিনা কাপুরের মত জনপ্রিয় জুটি। তাছাড়া আমাদের বাংলাদেশেও কিছু জনপ্রিয় জুটি রয়েছে, তাদের মধ্যে অন্যতম আলমগীর-শাবানা, রাজ্জাক-কবরী, শাকিব খান- অপু বিশ্বাস, জসিম-সাবানা, ওমর সানি-মৌসুমী, মান্না-পূর্নিমা, আরেফিন শুভ-নুসরাত ফারিয়া, ফারুক-সুচরিতা, এলিয়াস কাঞ্চন-দিতি এবং সালমান শাহ-শাবনূর।

আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় সালমান শাহ-শাবনূর জুটিকে। তারা দুজন মিলে অসংখ সুপারহিট সিনেমা উপহার দিয়েছে আমাদের। একটা সময় ছিল তাদের নাম শুনেই দর্শক সিনেমা হলে চলে যেত। তাদের সিনেমা মানেয় ছিল সুপার হিট সিনেমা। তারা তাদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিতেন। তাদের দুজনের ছিল ন্যাচারাল অভিনয়। বাংলাদেশ ফিল্ম ইন্ডাষ্টি যতদিন থাকবে তত দিন এই জুটি থাকবে।

পুরস্কার

পুরস্কার দিয়ে একজন জাত অভিনেতা বা অভিনেত্রীর মূল্যায়ন করা যায় না। পুরস্কার একটা সংখ্যা মাত্র। একজম নায়িকা শাবনূরেকে পুরস্কার মাধ্যমে মাপা যাবে না। শাবনূর নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে, তা কোন পুরস্কার দিয়ে মূল্যায়ন করা যাবে না। শাবনূর ২০০৬ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বাংলাদেশে বেসরকারী ভাবে যে সকল সম্মানানা দেয়া হয়, তাদের মধ্যে সবার উপরে মেরিল প্রথম আলো পুরস্কার। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পান রেকর্ড ১১ বার। যা পূর্বে বাংলাদেশের কোন অভিনেতা অভিনেত্রী পায় নাই।

শাবনূর সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

আপনি এই বাংলাদেশী-বিনোদনকারী নায়িকা শাবনূর সম্পর্কে আপনার-তথ্য যোগ করতে পারেন। ডেটা যোগ করার জন্য, আপনি মন্তব্য বাক্সে আপনার দৃষ্টিকোণ সম্পর্কে মন্তব্য করতে। অথবা আমাদের মেইল করুন আপনার মতামত। তাছারা ফেইসবুকে ম্যাসেজ করতে পারেন।

 

নায়িকা শাবনূরে সোসাল মিডিয়াঃ

ফেইসবুক

টুইটার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top